এই মুহূর্তে




দিল্লির বোলারদের দাপটে ১৬৩ রানেই থামলেন বিরাটরা




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিরাট কোহলিদের ঘরের মাঠেই দাপট দেখালেন কুলদীপ যাদব-মুকেশ কুমার-বিপরাজ নিগমরা। আর দিল্লির বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট সাত উইকেট হারিয়ে ১৬৩ রানেই গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনার ফিল সল্ট (১৭ বলে ৩৭) ও টিম ডেভিড (২০ বলে অপরাজিত  ৩৭) বাদে বেঙ্গালুরুর আর কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। দিল্লির হয়ে কুলদীপ যাদব চার ওভারে ১৭ রান খরচ করে দুই উইকেট পকেটে পুরেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু শুরুতেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট। মনে হচ্ছিল অক্ষরের সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২২ বলেই ওপেনিং জুটিতে ৬১ রান সংগ্রহ হয়েছিল। কিন্তু পরের বলে বিরাটের সঙ্গে তালমিলের অভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ফিল সল্ট। আউটের আগে ১৭ বলে ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে মুকেশ কুমারের বলে ফিরে যান দেবদত্ত পাডিক্কাল। তিনি করেন আট বলে ১ রান। পরের ওভারে বিরাটকে (১৪ বলে ২২) ফিরিয়ে ম্যাচের উপরে দিল্লির নিয়ন্ত্রণ হাসিল করেন বিপরাজ নিগম। ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হন। চলতি আইপিএলে ছন্দে না থাকা লিভিংস্টোন ফেরেন মোহিত শর্মার বলে। তাঁর অবদান ৬ বলে চার রান।

পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। কিন্তু জিতেশও দলের প্রয়োজনে কোনও অবদান রাখতে পারেননি। ১১ বলে ৩ রান করে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। ১৫তম ওভারে একা কুম্ভ হয়ে লড়াই চালানো রজতকে ফেরান কুলদীপ যাদব। ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন আরসিবির অধিনায়ক। ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালান টিম ডেভিড। কিন্তু সপ্তম উইকেটের জুটিকে বেশিদূর এগোতে দেননি বিপরাজ। ক্রুণালকে (১৮ বলে ১৮ রান) ফিরিয়ে জোর ধাক্কা দেন। আট নম্বরে নামা টিম ডেভিড শেষের দিকে মারমুখী মেজাজে খেলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে বেঙ্গালুরুর দৌড়। টিম ডেভিড ২০ বলে ৩৭ এবং ভুবনেশ্বর কুমার ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে কুলদীপ যাদব ১৭ রানে এবং বিপরাজ নিগম ১৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি  লখনউ

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর