27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:20 am
নিজস্ব প্রতিনিধি: ফের আইপিএলে নেমে এল কেলেঙ্কারির কালো ছায়া। জনপ্রিয় এই কুড়ি-বিশের ফ্রাঞ্চাইজি লিগটি এবার ১৫তম বর্ষে পা দিয়েছে। আর টুর্নামেন্টের অর্ধেকের বেশি অংশই সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে নেমে এল ভারতীয় ঘরোয়া ক্রিকেটের এই অন্যতম টুর্নামেন্টিকে কেন্দ্র করে উঠে আসে বেটিংয়ের মতো চাঞ্চল্যকর তথ্য। যার জন্য সন্দেহের তীর উঠছে পাকিস্তানের দিকে। যার জেরে দেশজুড়ে তদন্ত শুরু করেছে সিবিআই।
পাকিস্তান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে, ২০১৯ সালে পাক মুলুক থেকে আইপিএলের একাধিক ম্যাচে বেটিং করা হয়েছে। আর এই জন্য ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা প্রত্যেকেই বুকি। দুই জন হায়দরাবাদ এবং একজন দিল্লির। দিল্লি, যোধপুর, জয়পুর, হায়দরাবাদে এমন আরও কিছু বুকির খোঁজ পেয়েছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআইয়ের তরফ জানানো হয়েছে যে, ‘বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে যে বেশ কিছু জন লোক মিলে আইপিএলে একটি বেটিং চক্র চালাচ্ছিল। এর বেশিরভাগটাই হয়েছে ২০১৯ সালের আইপিএলে। আর এই চক্র নিয়ন্ত্রণ হত পাকিস্তান থেকে। ওরা চেয়েছিল দেশে ওদের চক্র বৃদ্ধি করতে’। আপাতত এই নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে সিবিআই।