নিজস্ব প্রতিনিধি: সফল কুলদীপ যাদবের হাঁটুর অস্ত্রোপচার। কুলদীপ যাদব নিজেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে এই খবর দিয়েছেন। টুইটারে কুলদীপ লিখেছেন, সফলভাবেই শেষ হয়েছে হাঁটুর অস্ত্রোপচার। কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার এখন একটা লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা। কারণ, ক্রিকেট আমার প্রথম ভালোবাসা।
দুদিন আগে ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীকে অনুশীলন চলাকালীন আচমকাই হাঁটুতে চোট পান ভারতের এই বাঁহাতি স্পিনার। চোট ছিল গুরুতর। ধরে নেওয়া হয়েছিল, চলতি মরসুমে কুলদীপ যাদবে মাঠে দেখা যাবে না। সংযুক্ত আরব আমিরশাহী থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় কুলদীপকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, হাঁটুতে গুরুতর চোট পেয়েছে কুলদীপ। ফিল্ডিং করা সময় হাঁটু মুচকে পড়ে যান ভারতের এই বাঁহাতি স্পিনার। এই সিজনে তাঁকে আর মাঠে দেখা যাবে না।
দেশে ফিরে আসার পর দ্রত কুলদীপকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, অপারেশন করার। বুধবার সকালে ভারতের এই বাঁহাতি স্পিনারের অস্ত্রোপচার হয়েছে। অপারেশন সফল বলে জানিয়েছেন চিকিৎসকের। হাসপাতালের বিছানায় শুয়েই নিজের টুইটার হ্যান্ডেলে ছবি শেয়ার করেন। ক্রিকেট মহল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
কানপুরের এই ক্রিকেটার এখনও পর্যন্ত সাতটি টেস্ট, ৬৫টি একদিনের ম্য়াচ, ২৩টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে। সংগৃহীত ১৭৪টি উইকেট। সেরা পারফরম্যান্স শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্য়াচে। ৪৮ রান দিয়ে দু উকেট। টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স ৩০ রানের বিনিময়ে দু-উইকেট।