এই মুহূর্তে




লুঙ্গিকে রেখেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার




নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ জুন লর্ডসের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রি‍ৎজ ও তরুণ পেসার কুয়েনা মাফাখা।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রোটিয়ারা। ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান বাভুমারা। ঘোষিত দলে ঠাঁই পেয়েছেন টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরাইনে, ডেভিড বেডিংহ্যাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন। ফাইনালের দল নিয়ে খুশি দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর কথায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো দলের জন্য অভাবনীয় সাফল্য। ফাইনালে খেলার সুযোগ  দলের জন্য একটি বিশেষ মুহূর্ত। গত ১৮ মাস ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তারই ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো।’

উল্লেখ্য, এদিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়ক থাকছেন প্যাট কামিন্সই। এছাড়াও রয়েছেন জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস, ম্যাট কুনহেমান, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও, জস হেজলউড ও স্কট বোলান্ড।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ