এই মুহূর্তে




বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার কোচের দায়িত্ব সামলাবেন মিকি আর্থার

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ থেকে এবার গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। এর আগে খ্যাতনামা কোচ বেছে নিলেন রংপুর রাইডার্স। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী কোচ মিকি আর্থারকে নিজেদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছেন। ৫৬ বছর বয়সী এই কোচ আগামী বিপিএলেও রংপুরের দায়িত্বে থাকবেন।

কোচিংয়ে বেশ নামডাক আছে আর্থারের। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেকর্ড আছে তাঁর নামের পাশে। দায়িত্ব পালন করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। সবশেষ শ্রীলংকা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার প্রধান কোচ ছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। বর্তমানে ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। অবশ্য এর আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার প্রধান কোচের দায়িত্বও সামলেছেন আর্থার।

এই নিয়ে রংপুরের পরিচালক শানিয়ান তানিম জানিয়েছেন, ‘আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে সে এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবে। জিএসএল ও বিপিএলে দল গড়ার জন্য আমরা গত ৭-৮ দিন তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছি। সে তৎপর ছিল, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের।’একইসঙ্গে তানিম আর্থারকে কোচ করার কারণও জানিয়েছেন, ‘আমার মনে হয় রংপুরের সংস্কৃতির জন্য সে উপযুক্ত। সে খুবই বন্ধুভাবাপন্ন। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ করে সে খুবই কাজের একজন হবে। তাঁর অভিজ্ঞতা অনেক।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ