এই মুহূর্তে




দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলেও ঠাঁই হল অজিত আগরকরের গুডবুকে না থাকা শামির

নিজস্ব প্রতিনিধি: পারফরম্যান্স করেও ব্রাত্য থেকে গেলেন মহম্মদ শামির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলে ঠাঁই হল না বাংলার পেসারের। শুধু শামি নন, ভারতীয় দলে জায়গা করে নিতে পারলেন না বাংলার অভিমন্যু ঈশ্বরণও। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরলেন আকাশদীপ ও ঋষভ পন্থ।

দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা।  আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে। ওই দুই টেস্টের জন্য বুধবার (৫ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন অজিত আগরকররা। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা ঋষভ পন্থ চোট সারিয়ে দলে ফিরেছেন। শুধু ফেরেননি সহ অধিনায়কের গুরুদায়িত্বও পেয়েছেন। পন্থ ফেরায় বাদ গিয়েছেন নারায়ণ জগদীশন। চোট সারিয়ে ফিরেছেন আকাশদীপ। বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজের দল থেকে এই দু’টিই বদল হয়েছে।

চোট সারিয়ে ফিরলেও দীর্ঘদিন ধরে ভারতের টেস্ট দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি।  অভিযোগ মুখ্য নির্বাচক অজিত আগরকরের গুডবুকে না থাকায় দলে ঠাঁই হচ্ছে না বাংলার পেসারের। অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর আগরকর বলেছিলেন, শামি কতটা ফিট সেই তথ্য তাঁদের কাছে নেই। শামি পাল্টা বলেছিলেন, তথ্য দেওয়া তাঁর কাজ নয়। বোর্ডের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

শামির মতোই ব্রাত্য হয়ে পড়ছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। জায়গা পাননি সরফরাজ খানও। ভারতের বোলিং আক্রমণে একটিই বদল হয়েছে। প্রসিদ্ধের জায়গায় ফিরেছেন আকাশদীপ। তিন স্পিনার-অলরাউন্ডার, এক পেসার-অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন বিশেষজ্ঞ পেসারই রেখেছেন নির্বাচকেরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতের টেস্ট দল

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর হবে এক দিনের সিরিজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। সেই দলও ঘোষণা করা হয়েছে।

ভারত ‘এ’ দল— তিলক বর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিশন, আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, বিপরাজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, প্রভসিমরন সিংহ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ