এই মুহূর্তে




সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে শামি ছাড়া আর কারা, জানেন?




নিজস্ব প্রতিনিধি, দুবাই: শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দলগতভাবে যেমন লড়াই চলবে, তেমনই ব্যক্তিগতভাবেও একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে রোহিত শর্মা ও মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন ব্রিগেড। প্রতিযোগিতার সর্বোচ্চ রানকারী ব্যাটার হওয়ার লড়াইয়ে যেমন বিরাট কোহলির সঙ্গে রাচিন রবীন্দ্রের দ্বৈরথ হবে তেমনই সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন চার জন। তার মধ্যে দুজন নিউজিল্যান্ডের এবং দুজন ভারতের। তবে সামান্য হলেও মহম্মদ শামিদের তুলনায় এগিয়ে কিউই পেসার ম্যাট হেনরি।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে চারটি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী হেনরি। মোট বল করেছেন ৩১.২ ওভার। ১৬৭ রান খরচ করে ১০টি উইকেট ঝুলিতে পুরেছেন। তার মধ্যে এক ম্যাচেই নিয়েছেন ৫ উইকেট। প্রতি উইকেট পিছু তিনি গড়ে খরচ করেছেন ১৬.৭০ রান। হেনরির পিছনেই রয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। তিনিও ব্লু ব্রিগেডের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। ওই চার ম্যাচে মোট ৩২ ওভার বল করেছেন। খরচ করেছেন ১৫৯ রান। বিপক্ষের আট খেলোয়াড়কে সাজঘরের পথ দেখিয়েছেন। তার সেরা বোলিং ৫/৫৩।

হেনরি-শামির মতোই সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি চার ম্যাচে ৪০ ওভার বল করেছেন। রান দিয়েছেন ১৯৪। অর্থা‍ৎ ওভার পিছু তিনি খরচ করেছেন ৪.৮৫ রান। ঝুলিতে পুরেছেন সাত উইকেট। বাকি তিন জন চারটি করে ম্যাচ খেললেও ভারতের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তরুণ স্পিনার। আরত ওই দুই ম্যাচে নিয়েছেন সাত উইকেট। তাঁর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে পাঁচ উইকেট নিয়েছেন। দুই ম্যাচে ২০ ওভার বল করে তিনি খরচ করেছেন ৯১ রান। অর্থা‍ৎ প্রতি ওভারে দিয়েছেন গড়ে ৪.৫৫ রান। চার জনের মধ্যে যিনি ফাইনালে বল হাতে ভেল্কি দেখাতে পারবেন তিনিই সেরা বোলারের মুকুট মাথায় পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলে তো ভাল বোলারদের পুরস্কারই মেলে না, কটাক্ষ অশ্বিনের

হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই ঋষভ পন্থকে জড়িয়ে ধরলেন সঞ্জীব গোয়েঙ্কা

চেন্নাইয়ে ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে আজ মুখোমুখি ধোনি-বিরাট

বিধ্বংসী পুরান, হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয় লখনউয়ের

আগুনে বোলিং শার্দূলের, ১৯০ রানে থামল হায়দরাবাদ

ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত শর্মা, আচমকা হলটা কী?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর