এই মুহূর্তে




গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিরাট কোহলির হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভক্তদের মনে ঝড় তুলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের ঠিক আগে এই সিদ্ধান্ত ভারতীয় দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটিং অর্ডারে চার নম্বরে বিরাট কোহলি ছিলেন দলের ভরসার জায়গা। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার টেস্ট পারফরম্যান্স আগের মতো ছিল না, তবুও তার অভিজ্ঞতা এবং কৌশল দলের জন্য ছিল সম্পদ। এখন তার শূন্যস্থান পূরণের দায়িত্ব নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওপর। তবে কে হবেন বিরাটর উত্তরসূরি? শুভমন গিল বা কেএল রাহুল নয়, বরং সবাইকে অবাক করে দিয়ে স্পটলাইটে এসেছেন এক তরুণ ক্রিকেটার – সাই সুদর্শন।
বিরাট কোহলির শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ

বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে অবদান কারও অজানা নয়। তিনি ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। নম্বর ৪ পজিশনে তার স্থিরতা এবং আগ্রাসী খেলার ধরন দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু এখন তার অবসরের পর অনেকেই ভেবেছিলেন যে শুভমন গিল বা কেএল রাহুল এই জায়গা পূরণ করবেন। কিন্তু ইংল্যান্ড সিরিজে শুভমন গিল ও যশস্বী জয়সোয়াল ওপেনার হিসেবে খেলবেন, আর নম্বর ৩ পজিশনে থাকবেন নতুন মুখ সাই সুদর্শন। আর নম্বর ৪? সেখানে তিনিই হতে পারেন ভারতের নতুন তারকা!

সাই সুদর্শন কি ভারতের পরবর্তী সুপারস্টার?

প্রাক্তন ইংলিশ স্পিনার মন্টি পানেসার সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই সুদর্শনকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “দলে এখন অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছেন। তবে একজন বিশেষ ব্যাটসম্যান, যিনি সারের (Surrey)হয়ে খেলেছেন, তিনি হলেন সাই সুদর্শন। তিনি খুবই আগ্রাসী এবং নির্ভীক। ইংলিশ কন্ডিশনে তিনি দারুণ পারফর্ম করেছেন। আমার মনে হয়, তিনিই হতে পারেন বিরাট কোহলির মতো নম্বর ৪ পজিশনে ভারতের নতুন নায়ক।”

সাই সুদর্শন ২০২৩ সালে ইংল্যান্ডের কাউন্টি দল সারের (Surrey) হয়ে খেলেছেন এবং সেখানে অ্যালেক স্টুয়ার্ট তাকে দলের ক্যাপ তুলে দিয়েছিলেন। ইংলিশ মাটিতে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। তার আগ্রাসী ব্যাটিং এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। মন্টি পানেসার এমনকী বলেছেন, “আমি চাই সাই বিরাট কোহলির উত্তরাধিকারি হিসাবে এগিয়ে আসুক।”

দলের প্রস্তুতি

নতুন অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ব্যাটিং অর্ডার নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা এখনও ব্যাটিং অর্ডার ঠিক করিনি। আমাদের ১৩ জুন থেকে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ রয়েছে এবং লন্ডনে ১০ দিনের একটি ক্যাম্প হবে। তাই আমাদের কাছে এখনও কিছুটা সময় আছে। আমার মনে হয়, আমরা সেখানে গিয়ে ব্যাটিং অর্ডার ঠিক করব।”

সাই সুদর্শনের উত্থান ভারতীয় ক্রিকেটের জন্য একটি বড় সম্ভাবনা। তার টেকনিক এবং মানসিক দৃঢ়তা তাকে ইংলিশ কন্ডিশনে সফল করেছে। সারের হয়ে খেলার সময় তিনি দেখিয়েছেন যে তিনি চ্যালেঞ্জিং পিচেও রান করতে পারেন। তার আগ্রাসী ব্যাটিং স্টাইল এবং শান্ত মাথায় খেলার ক্ষমতা তাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করার যোগ্য করে তুলেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

ধুম জ্বরে আক্রান্ত এমবাপে, ক্লাব বিশ্বকাপের ম্যাচের আগেই শঙ্কায় রিয়াল মাদ্রিদ

রামোসের গোল, ক্লাব বিশ্বকাপে আটকে গেল ইন্টার, ডর্টমুন্ড, ফিফার চিন্তা ফাঁকা দর্শকাসন

বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ