আন্তর্জাতিক ডেস্ক: ঘোর অন্ধকার দেখা দিয়েছে পাক ক্রিকেটের আকাশজুড়ে। ক্রিকেট দুনিয়ার কাছে ‘নিষিদ্ধ জায়গা’ হয়ে উঠতে চলেছে পাকিস্তান। এশিয়ার এই দেশটি খেলাধুলোর জগতে আগেই অনেকাংশে জৌলুস হারিয়েছে। আর সম্প্রতি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট দলের পাক সফর বাতিল যেন সেটাকে আরও জীবন্ত করে তুলেছে।
নিরাপত্তা জনিত কারণে সিরিজ বাতিল করে কিউয়িরা। একেবারে অন্তিম লগ্নে এসে ক্রিকেটারদের মাঠে নামতে মানা করেন নিউজিল্যান্ড সরকার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভরসা দিলেও কাজ হয়নি। ফলে সিরিজ বাতিল করে দেশে ফেরার বিমান ধরেন ব্ল্যাকক্যাপসরা।
কিউয়িদের পথই অনুসরণ করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে।
কিন্তু কেন এটা হচ্ছে? কী কারণে, পাকিস্তানে ক্রিকেট খেলতে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে? সরকারই বা কী করছে? এর জন্য কী করা উচিত? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
তবে বিশেষজ্ঞদের অনেকেরই মত, এরজন্য পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং তালিবানি সংযোগই দায়ী। তারা মনে করছেন সরকার এখনও দেশের রাজনৈতিক অস্থিরতাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। আর তালিবানি সংযোগ এবং সন্ত্রাসবাদীদের জায়গা দেওয়াটা বরাবরই করত পাকিস্তান। যার ফল এখন ভুগতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। দেশের মাটিতে সিরিজ হচ্ছে না।