-273ºc,
Friday, 9th June, 2023 3:52 am
নিজস্ব সংবাদদাতা : রবিবার IPL-এর প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের দলনেতা এডেন মার্করাম। কিন্তু হায়দরবাদ দলের অধিনায়কের এই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা বোঝা যাবে ম্যাচ শেষের পর। আপাতত রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যেভাবে খেলাটা প্রথম থেকে শুরু করলেন, তাতে বেশ কিছুটা চিন্তার ভাঁজ যে হায়দরাবাদের গোটা দলের ওপর পড়েনি তা হলফ করে বলা যাবে না। রাজস্থান দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার দুজনেই পূর্ণ করলেন নিজেদের অর্ধ্বশতরান। ৩৭টি বলের সাহায্যে ৯টি চারের সাহায্যে ৫৪ রান করেন যশস্বী।
অন্য দিকে, বাটলার ২২টি বল খেলে ৭টি চার ৩টি ছয়ের সাহায্যে একই রান করেন। মূলত তাঁদের দুজনে বেশ কিছুটা মজবুত ভিত তৈরি করে দিয়ে যান রাজস্থানের পক্ষে। বাকিদের মধ্যে দলনেতা সঞ্জু স্যামসন-ও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করলেন মাত্র ৩০টি বল খেলে। যারমধ্যে ২টি চার ও চারটি ছয় রয়েছে। ব্যক্তিগত ৫৫ রানের মাথায় নটরাজনের বলে সাজঘরে ফেরেন সঞ্জু। যখন দলের তিন অভিজ্ঞ ব্যাটার রান পেলেন তখন একবারেই ব্যর্থ হলেন দেবদূত পাড়িক্কল। তাঁর সংগ্রহ মাত্র ২টি রান। দেবদূতের মতো ব্যর্থের তালিকায় নাম লেখালেন রায়ান প্রয়াগও।
সঞ্জু প্যাভেলিয়নে ফিরতেই সিমরনের সঙ্গী হন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। শেষ পর্যন্ত সিমরন ও অশ্বিন দুজনের কাঁধে ভর করেই মূলত ২০০ রানের গণ্ডি পেরিয়ে পাঁচটি উইকেট হারিয়ে ২০৪ রানের টার্গেট হায়দরবাদের সামনে খাড়া করল রাজস্থান রয়্যালস।
হায়দবাদ বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর এদিন খালি হাতেই ফিরলেন। ফারুকি ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট পকেটে পোড়েন। নটরাজনও নেন দুটি উইকেট। আর বাকি উইকেটটি নেন উমরান মালিক।