এই মুহূর্তে




লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

নিজস্ব প্রতিনিধি: ভারতকে ৫১ রানে হারিয়ে প্রথম টি টোয়েন্টিতে হারার বদলা নিলেন আইডেন মার্করামরা। টি টোয়েন্টিতে এতদিন বাকিদের বিরুদ্ধে দাপট দেখাত ভারত। লাল বলের ক্রিকেটে দেশের মাটিতে এক বছরে দুবার হারল ভারত। মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৫১ রানে হারল ভারত। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দলের সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। পঞ্জাবের মাটিতে ব্যর্থ হলেন পঞ্জাবেরই তিন ছেলে, অর্শদীপ, অভিষেক শর্মা এবং শুভমন গিল। ব্যাট-বল হাতে কেউই দিগ কাটতে পারল না। গত ম্যাচেও সূর্য-গিলের অফ ফর্ম দেখে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। তাঁদের হয়ে দুর্দান্ত ফর্মে খেলে বাজিমাত করেছিলেন হার্দিক পাণ্ড্য। আজও গিল সূর্যদের রঙ ফিকে হয়ে গেল খেলার মাঠে। রঙ ছড়াতে পারলেন না তাঁরা। অন্যদিকে ভারতের কাছে প্রথম T20-তে হেরে বদলা নিলেন মার্করামরা।

এই ম্যাচেও রান পেলেন না শুভমন ও সূর্যকুমার। অন্যদিকে জঘন্য বল করেছেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ। আর দু মাস পর ভারতের মাটিতেই একদিনের বিশ্বকাপ। সেখানে এরকম খেললে ভারতের জেতার স্বপ্ন মাঠেই মারা যাবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিংহ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অদিনাযক সূর্যকুমার যাদব। প্রথম ওভারের তৃতীয় বলেই রান নেওয়ার চেষ্টা করেন কুইন্টন ডি’কক। বল যায় তিলক ভার্মার হাতে। ডি’কক ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন। তিলক সরাসরি উইকেটে লাগাতে পারলেন আউট হতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। কিন্তু তিলক সুযোগ মিস করায় বেঁচে যান ডি’কক। জীবন ফিরে পেয়েই হাত খুলে মারতে থাকেন। আর্শদীপের দু’ওভারে দু’টি ছক্কা হাঁকান। পঞ্চম ওভারে বল করতে এসেই উইকেট নেন বরুণ চক্রবর্তী। নিজের প্রথম বলেই রেজা হেনড্রিক্সকে (৮) ক্লিন বোল্ড করেন। তবে তাতে বড় একটা সমস্যায় পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। প্রথম পাওয়ার প্লে’র শেষে অর্থা‍ৎ ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৫৩। 

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে শিশির পড়তে শুরু করে। ফলে বল গ্রিপ করতে সমস্যায় পড়েন ভারতীয় বোলাররা। তার সুবিধা নিয়ে দ্রুত রান তুলতে থাকেন ডি’কক ও প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। হার্দিক পাণ্ড্যর বলে চার মেরে মাত্র ২৬ বলেই অর্ধশতরানে পৌঁছে যান ডি’কক। তিনিই মারমুখী মেজাজে খেলতে থাকেন। উল্টোপ্রান্তে থাকা মার্করাম খানিকটা স্থিতধী হয়ে খেলতে থাকেন। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৯০। ১১তম ওভারে আর্শদীপ মোট সাতটি ওয়াইড করেন। পরের ওভারে বল করতে এসে ডি’কক ও মার্করামের ৮৩ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে পর পর দু’বলে ছক্কা মারলেও শেষ বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৯ রান করেন প্রোটিয়া অধিনায়ক। 

এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ডি’কক ও ডিওয়াল্ড ব্রেভিস। ১৫তম ওভারেই দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যেভাবে রুদ্রমূর্তি দারণ করে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করছিলেন ডি’কক, তাতে মনে হচ্ছিল অনায়াসে শতরানের দেখা পাবেন। কিন্তু ১৬ তম ওভারে বরুণের বল ডি’ককের ব্যাটে লেগে পিছনের দিকে যায়। রান নেওয়ার চেষ্টা করেন প্রোটিয়া ওপেনার। কিন্তু ক্ষিপ্রতার সঙ্গে বল ধরে রান আউট করেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ৯০ রানে সাজঘরে ফেরেন ডি’কক। খানিকটা হলেও স্বস্তি পায় ভারতীয় শিবির। 

ডি’কক ফেরার খানিকবাদে সাজঘরে ফেরেন ‘বেবি এবি’ ব্রেভিস। ৯ বল খেলে ১৪ রান করে অক্ষর পটেলের বলে তিলকের হাতে ক্যাচ তুলে আউট হন। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ডোনোভান ফেরেরা ও ডেভিড মিলার। শেষের দিকে দুজনেই হাত খুলে মারতে থাকেন। ২৩ বলে ৫৩ রান যোগ করেন। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ২১৩ রান তোলে প্রোটিয়ারা। ফেরেরা (১৬ বলে ৩০) এবং মিলার (১২ বলে ২০) অপরাজিত থাকেন। ভারতের প্রধান দুই বোলার আর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা কোনও উইকেট পাননি। অথচ ৮ ওভারে দিয়েছেন ৯৯ রান। বরুণ চক্রবর্তী চার ওভার হাত ঘুরিয়ে ২৯ রানে দুই উইকেট নিয়েছেন। এদিকে ভারত ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বোলিংয়ে মনে হচ্ছিল মন খুলে খেলবেন। অভিষেক শর্মার সঙ্গে ওপেন জুটি বাঁধেন গিল। দুই ওভারে জোর ছক্কা মারলেও বড় রান করতে পারেননি তিনি। ১৭ রানে আউট হয়ে যান তিনি। আর প্রথম বলেই ঘরে ফেরেন গিল। এরপর তিন নম্বরে সূর্য নামলে মাত্র ৫ রানেই আউট হয়ে যান তিনি। অক্ষর ২১ বলে ২১ রান করে ঘরে ফেরেন। তবে তিলক ভাল খেলেছেন।

শুরু থেকে হাত খুলে মেরেছেন। ৬২ রানে অপরাজিত থেকেছেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা দেখালেন, শিশির পড়লেও কিভাবে বুদ্ধি করে খেলতে হয়। হার্দিক আজও ঝোড়ো ইনিংস খেললেও মাত্র ২০ রানেই ঘরে ফেরেন। ১৩ ওভারেই সূর্যরা ৫ উইকেট হারিয়ে ছিলেন। জিতেশও ভাল খেলেছেন। কিন্তু ২৭ রানে আউট হয়ে যান তিনি। শেষমেষ ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় ভারত। আর ভারতকে ৫১ রানে হারিয়ে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এখন ৫ সিরিজের টি টোয়েন্টি ম্যাচে ১-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ও ভারত। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ