এই মুহূর্তে




জল্পনার অবসান, ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিয়ে বড় ঘোষণা মেসির

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ফুটবলপ্রেমীদের উন্মাদনার পারদ চড়ছে। সবথেকে বেশি চর্চা যাকে নিয়ে চলছিল তিনি হলেন লিওনেল মেসি। তিনি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্নের উত্তরই জানতে চাইলেছেন সকলে। আর্জেন্টাইন এই কিংবদন্তি সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। লিওনেল মেসি আগামী বছরের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চান তবে পাশাপাশি রেখেছেন একটি শর্ত। বলেছেন, তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তাঁর শরীরের কথা শুনবেন।

এমএলএসের ইন্টার মিয়ামির ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার আর্জেন্টিনার মাথায় ২০২২ বিশ্বকাপ শিরোপা তুলে দিয়েছিলেন। তারপর থেকেই চর্চা শুরু হয় ২০২৬ সালে উত্তর আমেরিকায় “আলবিসেলেস্তে” আরও একবার বিশ্বকাপ জয়ে ঝাঁপাবেন কিনা। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে তার শরীর কেমন অনুভব করে তা দেখবেন। আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন মেসি। তিনি বলেছেন, “বিশ্বকাপে খেলতে পারাটা অসাধারণ একটা ব্যাপার এবং আমি এটা করতে চাই।”

মেসি আগামী বছরে বিশ্বকাপ খেলা নিয়ে বলেছেন, “আমি সেখানে থাকতে চাই, ভালো থাকতে চাই এবং যদি থাকি, তাহলে আমার জাতীয় দলকে সাহায্য করার গুরুত্বপূর্ণ অংশ হতে চাই। পাশাপাশি আমি পরের বছর ইন্টারের সাথে প্রাক-মৌসুম শুরু করার সময় প্রতিদিনের ভিত্তিতে এটি মূল্যায়ন করব এবং দেখব যে আমি সত্যিই ১০০ শতাংশ ফিট হতে পারি কিনা, আমি দলের জন্য, জাতীয় দলের জন্য দরকারী হতে পারি কিনা, এবং তারপর সিদ্ধান্ত নেব।” ২০০৪ সাল থেকে পেশাদারভাবে খেলছেন মেসি, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি আরও একজন তারকা হওয়ার সুযোগ পেতে চান। তিনি আরও বলেছেন, “আমি সত্যিই আগ্রহী কারণ এটি একটি বিশ্বকাপ। আমরা গত বিশ্বকাপ জিতে ফিরে আসছি।” অন্যদিকে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া অবশ্য আত্মবিশ্বাসী যে বিশ্বকাপে এবং তার পরেও দেখা যাবে মেসি ম্যাজিক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে আইপিএলে রাজস্থানের কোচ করা হল প্রাক্তন এই অধিনায়ককে

শামিকে দলে ফিরিয়ে আনুন, ইডেনে ভারতের লজ্জার হারের পর গম্ভীরকে পরামর্শ সৌরভের

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ