23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:57 am
নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একটা রাত, তারপরই শুরু হয়ে যাবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহারণ তথা আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। হাইভোল্ট এই ম্যাচে ব্যাটিং নিয়ে সেভাবে না ভাবলেও, বোলিং বিভাগ বেশ চিন্তিত রেখেছে কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। কারণ, দলের বোলিং অ্যাকাটের প্রধান অস্ত্র প্যাট কামিন্সকে প্রথম পাঁচ ম্যাচে পাওয়া যাবে না। আর অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি দেরি করে ভারতে আসায় নিভৃতবাসে রয়েছেন। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকেও পাবে না নাইটরা।
তাই বাধ্য হয়ে ভারতীয় পেসার উমেশ যাদবের উপরের ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সিএসকে-র ব্যাটিং সম্পর্কে খুব ভালো করেই জানেন নাইট কোচ ব্রেন্ডন। তাই তিনি বিশেষ সতর্কও রয়েছেন। নিউজিল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক খুব ভালো করেই জানেন এই ধরনের ম্যাচে সামান্য ভুলই বড়সড় হয়ে দাঁড়াতে পারে।
সাংবাদিক বৈঠকে এসে ম্যাককুলাম বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পেসার টিম সাউদিকে পাচ্ছি না। ওর ভারতে আসতে দেরি হয়েছে। তাই এখন নিভৃতবাসে রয়েছে। তাই শনিবারের ম্যাচে আমাদের দল ভারতীয় বোলিং ব্রিগেডের ওপরই ভরসা রাখছে। উমেশ যাদব এবারে আমাদের সঙ্গে রয়েছে। ও খুব ভালো বল সুইং করাতে পারে। আর পাওয়ার প্লে-তে ওর পরিসংখ্যান বেশ ভালো। তাই ওকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে আমরা দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারব। আর রান আটকাতেও সক্ষম হব’।