এই মুহূর্তে




চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অনন্য কীর্তি গড়ার সুযোগ কোহলি-গিলের সামনে




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুয়ারে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ওই প্রতিযোগিতায় দুই অনন্য কীর্তি গড়ার হাতছানি রয়েছে ভারতের দুই ব্যাটার শুভমন গিল ও বিরাট কোহলির সামনে। আর ওই কীর্তি গড়তে হলে একজনকে করতে হবে ৪১৩ রান আর একজনকে করতে হবে মাত্র ৩৭ রান। তবে যেহেতু ফাইনাল পর্যন্ত চারটি ম্যাচ খেলার সুযোগ মিলবে তাতে ৪১৩ রান করাটা অসম্ভব হলেও ৩৭ রান করা দুঃসাধ্য নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্রথমে আসি ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিলের কথায়। দেশের হয়ে এখনও পর্যন্ত ৫০টি একদিনের বা ৫০ ওভারের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন শুভমন। সাতটি শতরান (তার মধ্যে একটি দ্বিশতরানও রয়েছে) ও ১৫টি অর্ধশতরানের সুবাদে ২,৫৮৭ রান করেছেন। গড় ৬০ এর বেশি। দ্রুততম আড়াই হাজার রানের মালিকানা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলাকে পিছনে ফেলে ওই কীর্তি গড়েছেন গিল। এতদিন দ্রুত আড়াই হাজার রানের মালিকানা ছিল প্রোটিয়া ক্রিকেটারের। তিনি ৫৩টি ম্যাচ খেলে আড়াই হাজারের গণ্ডি টপকে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪১৩ রান করতে পারলেও দ্রুততম তিন হাজার রান করার রেকর্ডের মালিক হবেন গিল। সে ক্ষেত্রেও হাসিম আমলাকে পিছনে ফেলবেন। কেননা, হাসিম আমলা ৫৭টি ম্যাচ খেলে তিন হাজারের গণ্ডি টপকে ছিলেন। আমলার পিছনে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার শাই হোপ এবং দুই পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান ও ইমাম উল হক। তিন জনেই তিন হাজারের গণ্ডি টপকাতে খেলেছিলেন ৬৭টি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিল যেমন অনন্য কীর্তি গড়ার মুখে দাঁড়িয়ে, তেমনই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত একদিনের ফরম্যাটে তাঁর ঝুলিতে রয়েছে ১৩ হাজার ৯৬৩ রান। দেশের হয়ে ২৮৫টি ম্যাচ খেলে ওই রান সংগ্রহ করেছেন কিং কোহলি। আর মাত্র ৩৭ রান করলেই ১৪ হাজারের গণ্ডি ছুয়ে ফেলবেন। আর তিনিই হবেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৩০০ ম্যাচের আগেই একদিনের ফরম্যাটে ১৪ হাজার রানের মালিক হবেন। সেই সঙ্গে শচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গক্কারার সঙ্গে একই আসনে বসবেন। তেন্ডুলকর ১৪ হাজার রান করতে ৩৫০টি ম্যাচ নিয়েছিলেন আর সঙ্গক্কারা নিয়েছিলেন ৩৭৮ ম্যাচ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপত্তার কারণে ইডেন থেকে সরল নাইটদের ম্যাচ, কোথায় হবে ওই ম্যাচ?

আইপিএলের পর্দা ওঠার আগেই তিন নিয়মে বড়সড় বদল বিসিসিআইয়ের

মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, আবেগে ভাসলেন মমতা

IPL 2025: ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিতে পারে BCCI, চিন্তায় দলগুলো

চহল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদে সিলমোহর আদালতের

IPL 2025: প্রথম অলরাউন্ডার হিসাবে ইতিহাস গড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর