এই মুহূর্তে

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর শুরু হওয়ার পর থেকে দেখা দিয়েছে নানা সমস্যা। কখনও এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তো আবার কখনও কাজের চাপ সামাল দিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিএলওরা। খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষদের সঙ্গেই  বুথ লেভেল অফিসারদের হয়রানি আরও বেড়েছে। এবার   সময়ে সময়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানিে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ জানিয়ে এবার SIR কাজ থেকে গণ ইস্তফা দিলেন BLO -রা।

 BLO-দের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানি করা হচ্ছে। কমিশনের এইরকম নির্দেশে বুথ লেভেল অফিসাররা মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন বলেই ইস্তফাপত্রে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর চলাকালীন এমন একাধিক গুরুতর অভিযোগ তুলে এসআইআরের কাজ থেকে গণ ইস্তেফা  দিয়েছে দিনহাটা ২ নং ব্লক বুথ লেভেল অফিসাররা।  তাদের বক্তব্য কমিশন যেভাবে শুধু সময়ে সময়ে হোয়াটসঅ্যাপের নির্দেশের মাধ্যমে একাধিকবার নিয়ম নীতি পরিবর্তন করছে তাতে বুথ লেভেল অফিসারদের কাজ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি তাঁরা হয়রানির শিকার হচ্ছেন বলেও সুর চড়িয়েছেন।

আরও পড়ুন: জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

বিশেষ করে বেশিরভাগ বুথ লেভেল অফিসাররা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাই এই কাজ দীর্ঘদিন ধরে চললে  ছাত্রদের পড়ানোর মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসআইআরের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে স্কুলে সঠিকভাবে সময় দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাই তারা এই কাজ থেকে অব্যাহতি চান বলেই ইস্তফাপত্রে দাবি করা হয়েছে।  এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু দিনহাটা নয়, স্বরূপনগরের ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ সামনে এসেছে। ফারাক্কা ব্লকেও এসআইআর শুনানির দায়িত্বে থাকা নয় জন মাইক্রো অবজার্ভার একযোগে পদত্যাগ করেছেন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ