এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৪ দিনের ইডি হেফাজত মানিক ভট্টাচার্যের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ১৪ দিনের ইডি (ED) হেফাজত মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত। ইডি’র পক্ষ থেকে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার ইডি এবং মানিকের পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানি চলে। তারপরে রায়দান ছিল স্থগিত। এদিন সন্ধ্যা ৭টা ৫৫ নাগাদ রায় দেন বিচারক। 

উল্লেখ্য, সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার, বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে দাবি, ২টি সন্দেহজনক চ্যাটবক্সের (DD, RK) সন্ধান পাওয়া গিয়েছে মানিকের মোবাইল থেকে। উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি। আরও দাবি, মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে। বলা হয়েছে, ২০১৮ সালে মানিক পুত্রের সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের। চুক্তি ছিল, ৫৩০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর উন্নয়ন করবে এই সংস্থা। প্রতিষ্ঠান পিছু ৫০ হাজার করে টাকা নেয় মানিকপুত্রের কনসালটেন্সি সংস্থা। তবে ৪ বছরে কোনও পরিষেবা দেওয়া হয়নি, দাবি ইডি’র।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মানিকের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল টাকার লেনদেন হয়েছে। এমনকি যার সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাঁর সঙ্গেও মানিকের পরিবারের সদস্যদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আরও দাবি, মানিক ভট্টাচার্যের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভিডি থেকে ৬১ জনের নাম পাওয়া গিয়েছে, তার মধ্যে ৫৫ জন চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। এবাদেও আরও ৪৪ জনের চাকরির খবর পাওয়া গিয়েছে। 

ইডি’র দাবি, টাকার উৎস নিয়ে মানিক ভট্টাচার্য কোনও ‘সন্তোষজনক’ উত্তর দিতে পারেননি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের পরে নিয়োগ দুর্নীতি মামলায় আবার কোনও বিধায়ক গ্রেফতার হলেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে’, সরব মমতা

‘ভুল খবর ছড়িয়েছে, এতে বিভ্রান্তি হচ্ছে’, INDIA জোট নিয়ে বড় বার্তা মমতার

বৃষ্টির কামনায় বট-পাকুর গাছের বিয়ে, পাত পেড়ে খেলেন ২,২০০ জন!

‘আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব’, তমলুকে হুঙ্কার মমতার

‘গদ্দার’ রথীনকে আবারও হারিয়ে প্রসূণকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিতে প্রস্তুত হাওড়া

তাপপ্রবাহের সতর্কতার সঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল হাওয়া অফিস 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর