এই মুহূর্তে




Threat Syndicate চালানোর অভিযোগে, ৪০ ছাত্রকে ৬ মাসের জন্য Suspend

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগের জেরে এবার পদক্ষেপ করল নদিয়া(Nadia) জেলার কল্যাণীতে(Kalyani) থাকা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল(JNMH) কর্তৃপক্ষ। Threat Syndicate বা ‘হুমকি সংস্কৃতি’ লালন-পালনের অভিযোগ ৪০ জন ছাত্রকে(40 Students) আগামী ৬ মাসের Suspend করেছে ওই মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু এই ৪০জন ছাত্রই নয়, ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ-সহ দুই কর্তাও ‘শাস্তি’র মুখে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে, ওই ৪০ জন পড়ুয়া আগামী ৬ মাস পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবে না। এদিনের মধ্যেই ওই ৪০জন পড়ুয়াকে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, দলের রাশ নিজের হাতে নিচ্ছেন মমতা, খুশি নেতা থেকে কর্মীরা

জানা গিয়েছে, কাউন্সিল বৈঠকের মিনিটস অনুযায়ী, এই ৪০ জন মেডিকেল পড়ুয়া কলেজেরই সহপাঠীদেরকে ভীতি প্রদর্শন করত। ডিজিটা‌ল ও সমাজ মাধ্যমে তাঁদের চরিত্র হনন করত। এমনকী তোলাবাজির অভিযোগও আনা হয়েছে ওই ৪০জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, জোর করে হস্টেল দখল করে রাখার মতো অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে জুনিয়রদের র‌্যাগিং করারও। Internal Complaints Committee-তেও অভিযোগ প্রমাণিত হয়েছে। অর্থাৎ কলেজ বা হাসপাতালের মধ্যেই যৌন হেনস্তার মতো অভিযোগ ছিল। প্রতিটি ঘটনার তদন্ত করেই এই ৪০ জনকে ৬ মাসের জন‌্য কলেজ-হাসপাতাল এবং হস্টেল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফলে কলেজের পঠনপাঠনে যোগ দিতে না পারার জন‌্য পরীক্ষা দিতেও সমস‌্যার মধ্যে পড়তে হবে এই ছাত্রদের।  

আরও পড়ুন, চিকিৎসকদের কর্মবিরতির কালে গ্রাম বাংলায় ত্রাতা পঞ্চায়েত দফতরের Smart Clinic

জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে চিকিৎসকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাঁদের অন্যতম, উত্তরবঙ্গ লবির ‘ফাদার’ বলে পরিচিত অভীক দে-র অনুগামীরাই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে Threat Syndicate চালাতো। স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মহম্মদ অখিল, ইন্টার্ন আলিম বিশ্বাস, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্রকান্তি বালা এবং ওই বর্ষেরই আব্দুল হালিম দফাদার এদের অন্যতম। এই চার জন-সহ হাসপাতালের সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এরা আর কখনও কল্যাণীর ওই হাসপাতালের কোনও প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছে কলেজ কাউন্সিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর