এই মুহূর্তে




৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে বিয়ের বায়না বিপ্লবের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: সাতসকালে হাইভোল্টের বিদ্যুতের টাওয়ারে(High Voltage Electric Tower) উঠে পড়েছিল এক যুবক। আর শুধু উঠে পড়াই নয়, সেখানেই সে বায়না জুড়ে দেয়, ‘আমি বিয়ে করবো। আমার বিয়ে দিতে হবে।’ প্রথমটা দেখলে শুনলে মনে হবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও জানা গিয়েছে, তা ঠিক নয়। ওই যুবক আদতে বিয়ে পাগল। বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার জেলার(Alipurduyar District) ফালাকাটা(Falakata) থানার ধনিরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকার ভাটিয়াপাড়ায়। যদিও পুলিশ ও দমকল বাহিনীর উদ্যোগে ওই যুবককে নিরাপদে নামিয়ে আনা হয়। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যুবক।  

আরও পড়ুন, ঢেউচা-পাঁচামির পরে রাজ্যের নজরে খয়রাশোল, মিলেছে কয়লার সন্ধান

জানা গিয়েছে, এদিন ৬টা নাগাদ ভাটিয়াপাড়ায় বিপ্লব রায় নামে ওই যুবক হঠাৎ করেই ৩৩ হাজার ভোল্টের হাই টেনশন টাওয়ারের মাথায় চড়ে বসে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের কাছ থেকে খবর পায় জেলা প্রশাসন। এরপর সবাই মিলে বিপ্লবকে নেমে আসার ব্যাপারে অনুরোধ করলেও অদ্ভুত দাবি করতে থাকে সেই সে। বাড়ি থেকে বিয়ে না দেওয়ার জন্যেই নাকি সে ওই টাওয়ারে উঠে পড়েছে বলে দাবি করে। ‘বিয়ে পাগল’ বিপ্লবের কাণ্ড দেখে অবাক হয়ে যান সকলেই। ঘটনা জানাজানি হতেই জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি যোগাযোগ করেন শিলিগুড়ির পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের সঙ্গে। বিচ্ছিন্ন করা হয় ওই টাওয়ারের বিদ্যুৎ সংযোগ। এরপর ওই যুবক আরও ওপরে উঠতে শুরু করে। তা দেখে ছুটে যান পুলিশ কর্তা থেকে দমকল বাহিনীর আধিকারিকরা। ততক্ষণে টাওয়ারের নীচে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ। উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

আরও পড়ুন, সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিং দেবে কলকাতা পুলিশ

শেষে হ্যান্ড মাইক নিয়ে বিপ্লবকে নীচে নেমে আসার অনুরোধ জানাতে থাকেন পুলিশ ও দমকল কর্তারা। কিন্তু, সে নাছোড়বান্দা। সে দাবি করে, তাঁর বাবাকে আসতে হবে। তাঁকে বিয়ে দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। বিপদ বুঝে পুলিশ কর্তারা ছুটে যান ওই যুবকের বাড়িতে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় বিপ্লবের বাবা ভবেশ্বর রায়কে। বিপ্লবের বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায়। প্রায় দু’ঘণ্টা পর ভবেশ্বর রায় দেওমালিতে পৌঁছে মৌখিক প্রতিশ্রুতি দিলে টাওয়ার থেকে নেমে আসে বিপ্লব। শেষ হয় দু’ঘণ্টার টান টান উত্তেজনার। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ কর্তারা। স্বস্তির নিশ্বাস ফেলে উপস্থিত জনতাও। শেষে ‘বিয়ে পাগল’ বিপ্লবকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার পরেই বাবা ছেলেকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে পুলিশ।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

চাহিদা তুঙ্গে, বর্ধমান থেকে মালয়েশিয়ায় গেল জামদানি

মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

কেঁচো খুড়তে কেউটে! অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি প্রতারণা চক্রের হদিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর