এই মুহূর্তে




ব্যঙ্গ-বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করার চেষ্টা, জানালেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি :  বাংলায় মা-মাটি মানুষের সরকার আসার পর রাজ্য সরকারের প্রচেষ্টায় তৎপরতায় প্রসার ঘটেছে দুর্গোৎসবের। জাগো বাংলায় অনুষ্ঠানে এসে এমন কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের ছোটবেলার স্মৃতিরোমন্থন করেছেন। এদিন তিনি বলেছেন, তাঁর ছোটবেলায় পুজো ৪দিন ছিল। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চলত পুজো। কিন্তু এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দ।

তাঁর কথায়, মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় হতে শুরু করে। মহালয়ার আগেই মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সম্পন্ন হয়ে যায়। মহালয়া থেকে খুলে দেওয়া হয় মণ্ডপ। এদিন থেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে। এর পাশাপাশি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিচ্ছে। মহালয় মানেই শুভশক্তির আবির্ভাব এবং অশুভশক্তির বিনাশ। মায়ের কাছে তাঁর আবেদন, সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক। আগামী দিনগুলো সকলের ভাল কাটুক। মায়ের কৃপা, মায়ের করুনায় সকল গ্লানি কেটে যাক। সত্যের জয়ধ্বনিতে চারদিকে ভরে উঠুক।

এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলা ও বাঙালি প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, জয় হোক বাংলার, জয় হোক বাঙালির। যাঁরা বাংলাকে ব্যঙ্গ-বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে চেয়েছে। গত ৪-৫ বছর আগে বাংলাকে অপমানিত করে বলা হয়েছিল বাংলায় দুর্গাপুজো হয়না। ৩ বছর আগে এই পুজোকে হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো। সকল বাঙালির কাছে এটা বড় প্রাপ্তি। সম্প্রতি, বাংলা ও বাঙালিকে হেনস্তা করার অভিযোগে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান মঞ্চে ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। সকালে সোশ্যাল মিডিয়াতেও মহালয়ার শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যের বার্তা দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টা,পুলিশের হাতে ধরা পড়ল ২ কুখ্যাত দুষ্কৃতি

৫৫০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সুন্দরবনের ১১ টি থানা এলাকায় পুলিশি নজরদারি শুরু

বারাসত আদালত চত্বরে চরম উত্তেজনা, পুলিশের সঙ্গে আইনজীবীদের তুমুল ধস্তাধস্তি, আহত একাধিক

ময়নাগুড়ির এই এলাকায় দেবী দুর্গা হিসেবে নয়, পুজিতা হন ‘মা গোসানি’ নামে

দুর্গারূপে পূজিতা হন কেন্দুয়া বুড়ি, পুরোহিত থাকেন বাগদি সম্প্রদায়ের

জলমগ্ন শহরের ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও ছেলের পচাগলা দেহ, চাঞ্চল্য বাঁশদ্রোণীতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ