এই মুহূর্তে




শ্রীভূমির মণ্ডপের কাছেই এসি গাড়িতে আগুন, তৎপরতায় রক্ষা

নিজস্ব প্রতিনিধি : ষষ্ঠীর দিনেই ঠাকুর দেখতে বেড়িয়ে বিপদে পড়লেন কয়েকজন দর্শনার্থীরা। শ্রীভূমির কাছে একটি চারচাকার এসি গাড়িতে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ১টি ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। গাড়িটির একাংশ পুড়ে গিয়েছে।

জানা গিয়েছে, রবিবার ষষ্ঠীর দিন গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বের হয়েছিলেন কয়েকজন। আচমকাই লেকটাউন থেকে বাঙুরমুখী ভিআইপি রোডের ওপরে শ্রীভূমির পুজো মণ্ডপের কাছাকাছি আসতেই গাড়িটির এসি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই সময় গাড়িতে ৩ জন ছিলেন। সকলেই গাড়ি থেকে বেরিয়ে যান। গাড়ি থেকে বের হওয়ার পরেই আচমকা আগুন লেগে যায়। ছুটে আসে স্থানীয়রা। দ্রুত তাঁরাই খবর দেয় দমকল ও থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। তারাই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গাড়ির আরোহীরাই জানিয়েছেন, গাড়িতে চলার সময় বেশ অনেকক্ষণ ধরে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। আচমকাই লক্ষ্য করেন এসি থেকে বের হচ্ছে ধোঁয়া। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যান। গাড়ির কোনও আরোহীর ক্ষতি হয়নি। কিন্তু ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় বুঝতেই পারছেন না, আসলে কীভাবে ঘটনাটি ঘটল। গড়িটিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লেগে যাওয়ায় সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃষ্টির পূর্বাভাস পেয়ে চতুর্থী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয়েছে পুজো। এদিনও সকাল থেকেই চলছে মণ্ডপ পরিদর্শন। সেই ঠাকুর দেখতে বেরিয়েই খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন ৩ জন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ