এই মুহূর্তে




ভোটার কার্ড-আধারে ভিন্ন নাম, আতঙ্কে আত্মঘাতী তুফানগঞ্জের মহিলা

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে আত্মঘাতী মহিলা। মৃতের নাম হাচনা বিবি(৫৬)। জানা গিয়েছে ভোটার কার্ডে তাঁর পদবির বানান ভুল ছিল। সেই নিয়ে আতঙ্কে ভুগতেন। আতঙ্ক থেকে তৈরি হত অবসাদ। বাধ্য হয়ে হাচনা বিবি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্য বালাভূতে। তাঁর পরিবারের দাবি, হাচনার আধার কার্ড ও ভোটার কার্ডে পদবির বানান আলাদা ছিল। এই নিয়ে চিন্তায় ছিলেন তিনি। তাঁর মধ্যে কারও কাছ থেকে শুনেছিলেন, এই ভুলের জন্য তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই বাড়িতে মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন হাচনা বিবি। 

হাচনা বিবির আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের মিল নেই। আধার কার্ডে তাঁর নামের বানান ঠিক আছে। সমস্যা ভোটার কার্ড নিয়ে। ভোটার কার্ডে হাচনার পদবী বিবির জায়গায় আসে রিবি। মৃতার পরিবারের এক সদস্যের দাবি, তিনি এই পদবী ভুল আসা নিয়ে যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন। অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। বানান ঠিক করার চেষ্টা করাও হয়েছিল, করা যায়নি। তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। হাচনা বিবি কানাঘুঁষোয় শুনেছিলেন যে নামের পদবী না মিললে তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্ক, হতাশায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন মহিলা। তারপরেই আত্মহননের সিদ্ধান্ত নেন। 

মৃতার পরিবারের দাবি, হাচনার বাবা, মায়ের জন্ম ভারতেই। হাচনাও ভারতে জন্মেছিলেন। স্বামী পানের দোকান চালান, ছেলে ইটভাটায় কাজ করেন। মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটান তিনি। প্রসঙ্গত,  SIR প্রায় শেষ হতে চলেছে। তবুও আতঙ্ক অব্যাহত। বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শুরু হওয়া থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয়কে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবকের সরকারি সুবিধা পাওয়ার অভিযোগ

বহরমপুরে মমতার প্রশাসনিক সভায় আমন্ত্রণ পেলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর

বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা

আমতায় ট্রেন থেকে পড়ে টানা ২ঘণ্টা রেল লাইনের ধারে অচৈতন্য আহত মহিলা, উদ্ধারে গড়হাজির রেল

বাজার করতে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এএসআইয়ের

আদালতের রায়ে চাকরি বেঁচে যাওয়ায় হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ