24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:13 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মানুষকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা (Best Wishes) জানালেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শনিবার রাজ্যবাসীকে শুভেচ্ছা (Best Wishes) জানিয়েছেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি (President)। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল (Dubrajpur Rural Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে শুভেচ্ছা বার্তা দেন অনুব্রত।
অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এদিন স্বাস্থ্যপরীক্ষার জন্য জেল থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। থানা থেকে বেরনোর পর বীরভূম জেলার মানুষ-সহ রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘নতুন বছর সবার ভাল যাক। বীরভূম জেলার ভাল যাক। রাজ্যের সকলের ভাল যাক।’ এদিন পরনে আকাশি রঙের পাঞ্জাবি, সাদা পাজামার উপর সাদা চাদর পরে হাসপাতালে যান বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি। তাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় এদিন।
আরও পড়ুন: আত্মবিশ্বাসের সুরে শুভেচ্ছাবার্তা পার্থর, নেপথ্যে কোন রহস্য
উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাবস্থায় রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে হাজিরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান সকলকে। শুভেচ্ছা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সর্বপ্রথম ২০২৩-এর নববর্ষের তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। বেহালা আমার অঞ্চল। সেখানে বসবাসকারী সব নাগরিকদের অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি কামনা করি জোকা থেকে তারাতলা মেট্রোরেল পরিষেবা যেন দ্রুত চালু হয়।’ উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার তাঁর ওই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ জানান, ‘তৃণমূল কংগ্রেস সম্পর্কে যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত বিষয়। মন্ত্রিসভা এবং দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’