এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল(TMC) ত্যাগ করে বিজেপির(BJP) হাত ধরেছিল অধিকারী পরিবার। উনিশের লোকসভা ভোটে এই পরিবারেরই ২জন সদস্যকে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে তাঁদের সাংসদ হিসাবে দিল্লি পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু এবারে কাঁথি লোকসভা কেন্দ্রে শিশির অধিকারীর জায়গায় তাঁর ছোট ছেলে সৌমেন্দুকে বিজেপি প্রার্থী করলেও তমলুক লোকসভা কেন্দ্রে তাঁরা আর শিশিরের সেজ ছেলে দিব্যেন্দুকে প্রার্থী করেনি। পরিবর্তে সেখানে তাঁরা প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(Abhijit Gangopadhay)। সেই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এদিন মহিষাদলে সভা করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অধিকারীদের নাম না করে একহাত নেওয়ার পাশাপাশি তীব্র আক্রমণ শানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। সেই সভার আগে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়াড়ীতেও সভা করেন মমতা। সেখান থেকেও তিনি নিশানা বানিয়েছিলেন অভিজিৎকে।

এদিন প্রথমে কেশিয়াড়ীর সভা থেকে মমতা অভিজিতের নাম না করে তাঁকে নিশানা বানিয়ে বলেন, ‘টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি আইনটা একটু-আধটু জানি। আমি নিজেও একজন আইনজীবী। প্রশাসনের আধিকারিকরাও সুপ্রিম কোর্টে গিয়েছে, ছাত্রছাত্রীরাও গিয়েছে। আমি বলেছি, কাজ করতে গিয়ে যদি কোনও ভুল হয়, সংশোধন করে দেব। সময় দাওয়া, কোনও অসুবিধা নেই। সবাই সব কাজ সঠিকভাবে সমানভাবে করতে পারে না। নেতাজি তাঁর বইতে লিখেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার। মানুষের অধিকার আছে ভুল করার। ভুল করলে সংশোধন করে দাও। কিন্তু কখনও তোমরা বলতে পার না যে বোমা ফাটাব। ২৬০০০ ছেলেমেয়ের চাকরি চলে গেল, তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। বলছে, ১২ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! আমাদের ১০ লক্ষ চাকরি রেডি আছে। সরকারের বিভিন্ন দফতরে। বলে দেওয়া হচ্ছে, কেউ যেন চাকরি না পায়। চাকরি পেলে বিজেপি উঠে যাবে। বিচারপতিদের অসম্মান করি না। গণতন্ত্র আজ কাঁদছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি কেড়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কী করে। আসলে চাইছে এরা যেন ভোটে কাজ করতে না পারে, কেন্দ্রীয় এজেন্সির লোক কাজ করবে।’

আবার মহিষাদলের সভা থেকে মমতা বলেন, ‘এখানে যিনি বিজেপি প্রার্থী তিনিই প্রথম সই করেছিলেন চাকরি যাওয়ার কাগজে। উনি বিচারকের আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। নিজেই বলেছিলেন যোগাযোগ রাখতেন। তো একে আমি কী বলব, যিনি বিচারকের আসনে বসে বিজেপি করতেন! তাকে বিতাড়িত করে দিন। আর তার নামটাও ঠিক করে দিন। আমাকে পদত্যাগ করতে বলার আগে নিজে দেহত্যাগ করুন! আগে নিজের লজ্জা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক। এত এত চাকরি খেয়ে নেওয়া হয়েছে স্কুল চলবে কী করে? এই প্রশ্নগুলোর উত্তর আছে?’ এদিনের সভা থেকে মমতা নিশানা বানিয়েছেন বাম নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে(Bikas Ranjan Bhattacharya)। মমতা বলেন, ‘এই বাংলায় যদি চাকরি পেতে চান, বাবা মা থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, কেস করান বিকাশ বাবুকে দিয়ে। সব ব্যাপারে পিল করে। অ্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না। বিজেপি করলে বেল। তৃণমূল করলে জেল। এইসব নজরে রাখছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর