24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:41 am
নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার দুবরাজপুর আদালত (Dubrajpur Court) তাঁকে জামিন দেয়। ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে অনুব্রতকে জামিন দেয় আদালত।
মঙ্গলবার আদালতে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হতে পারে। প্রসঙ্গত সাত দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন দুবরাজপুর আদালতে বীরভূমের তৃণমূল সভাপতিকে তোলা হলে আদালতে অনুব্রতের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। সবকিছু পর্যবেক্ষণ করে বিচারক কেষ্টকে জামিন দেন। ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত। তবে ১ জানুয়ারি ফের দুবরাজপুর আদালতে অনুব্রতকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
কোন মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় এদিন জামিন পান কেষ্ট। প্রসঙ্গত শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেছিলেন, অনুব্রত মণ্ডল তাঁকে দুবরাজপুর দলীয় কার্যালয়ে ডেকে খুন করার চেষ্টা এবং মারধর করেন। এরপর তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতকে রাজ্য পুলিশ দুবরাজপুর আদালতে তুললে তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অবশেষে সেই মামলায় মঙ্গলবার দুবরাজপুর আদালত তাঁকে জামিন দিল।
অন্যদিকে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে আপাতত দিল্লি নিয়ে যেতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ওই দিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যাবে না।