24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:04 am
নিজস্ব প্রতিনিধি: আদালতে আজ হাজিরা দেওয়ার দিন ছিল অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL)। আর আদালত চত্বরেই দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন তিনি। করলেন বিশেষ আলোচনাও।
শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসানসোল বিশেষ আদালতে পেশ করেছিল অনুব্রত মণ্ডলকে। বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে শুনানি বা রায় ছাড়াও এদিন আদালত চত্ত্বর নজর কাড়ল অন্য কারণে। এদিন বীরভূমের সবুজ শিবিরের একাধিক নেতা-নেত্রী, কর্মী ভিড় জমিয়েছিল আদালতে। তাঁদের কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন কেষ্ট। এরপর বেশ কয়েকজনকে নিয়ে বিশেষ আলোচনাও সারেন তিনি। তারপরেই জেলা নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘পঞ্চায়েত নির্বাচনে সব আসনে জিততেই হবে’। উল্লেখ্য, আগামী বছরের শুরুর দিকেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটকেই পাখির চোখ করেছে সবুজ শিবির।
আরও পড়ুন: রাইস মিল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ফেরানো হোক মোবাইল, আবেদন অনুব্রতর
চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আগেও ‘প্রত্যয়ী’ হয়েছিলেন কেষ্ট। ফের ডিসেম্বরে তাঁকে দেখা গেল ‘দৃঢ়’ ভূমিকায়। কখনও তিনি বলেছেন, পঞ্চায়েত ভোট ব্যাপক হবে। আবার কখনও তাঁর ‘ভাই’দের বলেছিলেন, এলাকায় দলের কাজ ভালোভাবে করতে। পঞ্চায়েট ভোটের জন্য ‘প্রস্তুত’ হতে। আবার কখনও বা নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের কাজ করতে। কখনও কেষ্ট বলেছেন, ‘পৌষ মেলা করতেই হবে’। উল্লেখ্য, বিশ্বভারতী ময়দানে পৌষমেলা হচ্ছে না। তবে গতবারের মত বিকল্প পৌষমেলা’র আয়োজন করা হচ্ছে পুরসভার উদ্যোগে।
শুক্রবার পঞ্চায়েত ভোট নিয়ে আবারও নির্দেশ দিলেন কেষ্ট। চেনা ভঙ্গিতে বললেন, ‘সব আসনে জিততেই হবে’। আর ‘দাদা’র নির্দেশ পেয়েই ‘ভাই’রা আরও সক্রিয় হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে প্রচারে।