-273ºc,
Friday, 2nd June, 2023 7:53 pm
নিজস্ব প্রতিনিধি: পণের জন্য ১৫ লাখ টাকা চেয়েছিল জামাই, তা দিয়েওছিল স্ত্রীর বাপের বাড়ির লোক। অভিযোগ তার পরেও পণের জন্য আরও টাকা চেয়ে চাপ দিতে থাকেন স্বামী। আর তা না দিতে পারায় স্ত্রীর উপর কথ্য অত্যাচার চালানোর পাশাপাশি বিচ্ছেদের মামলা করে অভিযুক্ত। যেহেতু বিচ্ছেদের মামলা করেছে স্বামী তাই পণের জন্য দেওয়া ১৫ লাখ টাকা ফেরত চাইতে এসেছিল স্ত্রী, আর সেই সময় তাঁর উপর ধারালো ছুরি নিয়ে হামলা করার অভিযোগ উঠল অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের নেতাজি মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম রুজি খাতুন (২০)। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বরুই এলাকাযর বাসিন্দা। পরিবারের সম্মতিতে ৬ মাস আগে চাঁচল থানার সিঙ্গিয়া এলাকার বাসিন্দা যুবক আব্দুল গনির সঙ্গে বিয়ে হয় রুজি খাতুনের। অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে শুরু হয় অত্যাচার। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে আসেন নির্যাতিতা বধূ। জামাইয়ের দাবি অনুযায়ী পণের টাকা দেওয়ার জন্য নির্যাতিতার মা ছবি খাতুন নিজেদের সম্পত্তি বিক্রি করেন। আব্দুলকে ১৫ লাখ টাকা দেন তাঁরা। কিন্তু অভিযোগ, তারপরেও আরও টাকার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত আব্দুল গনি।
এদিকে পণের অতিরিক্ত টাকা দিতে ব্যর্থ হয় রুজির পরিবার। এরপরই রুজি খাতুনের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করে আব্দুল গনি। সেই আবহে মঙ্গলবার স্বামীর কাছ থেকে পণের জন্য দেওয়া ১৫ লাখ টাকা ফেরত আনতে গিয়েছিলেন রুজি। কিন্তু টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত স্বামী আব্দুল গনি বেধড়ক মারধর করেন রুজিকে। মঙ্গলবার সকালে চাঁচলের নেতাজি মোড়ে ছুরি দিয়ে স্ত্রীর মুখে আঘাত করেন স্বামী আব্দুল গণি।
অন্যদিকে ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি জখম রুজি খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁচল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা বিষয়টি জানিয়ে চাঁচল থানায় আব্দুল গনির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুজি খাতুনের পরিবার।