এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হাওড়া-বালি পৃথকীকরণ নিয়ে মামলার পথে বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরনিগমের(Howrah Municipal Corporation) ভোট নিয়ে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। আগামী দিনে সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) সঙ্গেই হাওড়া পুরনিগমে ভোট(Municipal Election) গ্রহণ করা হবে। কিন্তু বালি(Bally Municipality) পুরসভা নিয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাচ্ছে না রাজ্য সরকার। এই অবস্থায় বালি পুরসভা এলাকাতে প্রশ্ন উঠছে সেখানে ভোট হবে কবে? বিরোধীরাও সরব হয়েছে বিষয়টি নিয়ে। তাঁদের দাবি, এক তো রাজ্য প্রশাসন কিছুতেই স্পষ্ট করছে না কবে বালি পুরসভার ভোট হবে, সেই সঙ্গে দুই, যে পদ্ধতিতে হাওড়া পুরনিগম থেকে বালিকে পৃথক করা হয়েছে তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। সোমবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে জেলাশাসক যে বৈঠক ডেকেছিলেন সেখানে প্রশাসনের তরফে এই দুই শহরের পৃথকীকরণ নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য কারণ যেমন তুলে ধরা হয়নি তেমনি কোনও কাগজপত্রও বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়নি। সূত্রে জানা গিয়েছে এই দুটি বিষয় তুলে ধরে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করতে চলেছে বঙ্গ বিজেপি(Bengal BJP)।

আরও পড়ুন এবার ‘কু’-তেও হাজির বাংলার অগ্নিকন্যা, খুশি বিজেপিও

১৮৮৩ সালে বালি এলাকাকে হাওড়া পুরনিগম থেকে আলাদা করে পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হয়েছিল। সেই সময় থেকেই বালি পুরসভা হিসাবেই ছিল। পৃথক ছিল হাওড়া পুরনিগমও। তৃণমূলের জমানায় ৩৫ ওয়ার্ডের বালি পুরসভাকে মিশিয়ে দেওয়া হয় হাওড়া পুরনিগমের সঙ্গে। তার জেরে হাওড়া পুরনিগমে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৫০ থেকে ৬৬। বালির ৩৫টি ওয়ার্ডকে ভেঙেই সেই সময় ১৬টি ওয়ার্ডে রূপান্তরিত করে জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরনিগমের সঙ্গে। সেটা ২০১৫ সাল। কিন্তু ২০২১ সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় বালিকে ফের আলাদা করে দেওয়া হবে হাওড়া পুরনিগম থেকে। আগে বালি যেমন পৃথক পুরসভা ছিল তেমনি পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হবে বালিকে। সেই মর্মে রাজ্য বিধানসভায় বিলও পাশ করায় রাজ্য সরকার। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিল আটকে দেওয়ায় হাওড়া ও বালি দুটি পুর এলাকাতেই ভোট আটকে যায়। বর্তমানে দুটি এলাকাতেই রাজ্য সরকার নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বোর্ড পরিচালনা করছে। কিন্তু বারংবার এই দুটি শহর থেকেই অভিযোগ উঠছে ঠিক মতন নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। শহর দুটির উন্নয়নও ধাক্কা খাচ্ছে।

আরও পড়ুন কথা রাখেনি মমতার সরকার, চাকরি ফেরালেন মালবাজারের যুবক

এই অবস্থায় রাজ্য সরকার হাওড়া পুরনিগমের ভোট করতে উদ্যোগী হয়েছে। তার জন্য হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনও কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। শহরের ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করা হচ্ছে। সম্ভবত আগামী বছর রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখনই হাওড়া পুরনিগমের ভোট করিয়ে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে বালিতে ভোট কবে হবে? সেখানে ১৬টি ওয়ার্ড ভেঙে রাজ্য সরকারের পরিকল্পনা মতো আগেকার ৩৫টি ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কবে শুরু করবেন? বিরোধীদের দাবি, এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তরই দিচ্ছে না জেলা প্রশাসন বা রাজ্য সরকার। বামেদের দাবি, বালিতে ভোট হলে সেখানে ফের তাঁরাই জিততে পারেন। সেটা বুঝতে পেরেই তৃণমূল পরিচালিত সরকার সেখানে ভোট করাতে চাইছে না। একই দাবি বিজেপিরও। তবে তাঁরা শুধু দাবি তুলেই ক্ষান্ত থাকতে চাইছে না। সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত কিছু প্রশ্ন তুলে তাঁরা খুব দ্রুত মামলা দায়ের করতে চলেছে কলকাতা হাইকোর্টে। সেখানে বালির ভবিষ্যৎ নিয়েও আর্জি জানানো হবে। কোন পদ্ধতি মেনে দুই শহর ভাগ করা হয়েছে, কেন হাওড়ার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬ করা হচ্ছে এবং বালির ওয়ার্ড সংখ্যা আগামী দিনে ঠিক কত হবে সেই সব প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হচ্ছে। সেখানে বালির ভোট দ্রুত করানোর আর্জিও জানানো হবে বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে সেই মামলায় হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে কোনও স্থগিতাদেশ চাওয়া হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর