এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘পিএম কিষান নিধি’ প্রকল্পে সুবিধা বাংলার ৪৮ লক্ষ কৃষকের

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকারের(Modi Government) ৮ বছর পূর্ণ হয়েছে। সেই সাফল্যের অঙ্গ হিসাবেই মঙ্গলবার মঙ্গলবার হিমাচল প্রদেশের সিমলায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘পিএম কিষান নিধি’(PM Kishan Nidhi) প্রকল্পে ১১ দফার আর্থিক অনুদান পাঠানোর সূচনা করবেন। গত দফায় বাংলার(Bengal) প্রায় ৩৮ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। যদিও নাম অন্তর্ভুক্ত ছিল আরও অনেক বেশি। এবারেও রাজ্য থেকে এই প্রকল্পের জন্য ৫৫ লক্ষেরও বেশি কৃষকের(Farmers) নাম যাচাই করে ওই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রকে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ওই প্রকল্পের টাকা ঢুকবে। এদের মধ্যে গত বছরের ৩৮ লক্ষ কৃষকও রয়েছেন। অর্থাৎ নতুন করে নাম অন্তর্ভুক্ত হয়েছে মাত্র ১০ লক্ষ কৃষকের। বাকি ৪৫ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা আদৌ পাবেন কিনা তা নিয়ে রীতিমত সন্দিহান নবান্নের আধিকারিকেরা।

রাজ্যের একাধিক কৃষি আধিকারিক ও বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্র ও রাজ্যের সংঘাতের পাশাপাশি দুই পরস্পর বিরোধী রাজনৈতিক দলের সংঘাতের জেরে বাংলার কৃষকেরা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গতবারে প্রায় ৫০ লক্ষ কৃষকের নাম বাংলা থেকে পাঠানো হয়েছিল। কিন্তু পেয়েছিলেন মাত্র ৩৮ লক্ষ। এবারে ৫৫ লক্ষের নাম পাঠানো হয়েছে। তারমধ্যে মাত্র ১০ লক্ষের অনুমোদন পেয়েছে। কিন্তু ৪৫ লক্ষের নাম ঝুলে আছে। এটা আগামী দিনে বেড়ে খুব জোর আরও ২ থেকে ৫ লক্ষের নাম ওই প্রকল্পের জন্য অনুমোদন পেতে পারে। কিন্তু বাকিটা অনুমোদন পাবে না বলেই মনে করা হচ্ছে। গত বছর নাম গিয়েছিল একুশের ভোটের আগে। তাই এক ঝটকায় ৩৮ লক্ষ কৃষকের নাম তাতে ঢুকে গিয়েছিল। কিন্তু এবারে মাত্র ১০ লক্ষের নাম নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। অর্থাৎ গতবারের তুলনায় ২৮ লক্ষ কম। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি বুঝে গিয়েছে বাংলার ক্ষমতা দখল খ্যব দ্রুত সম্ভব নয়। তাই এখন কোপ পড়ছে বাংলার ওপর নানা কেন্দ্রীয় প্রকল্পে। ইচ্ছাকৃত ভাবে বাংলাকে, বাংলার মানুষকে নানা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে।  

তবে রাজ্যের কৃষি আধিকারিকেরা জানিয়েছেন, কেন্দ্র সরকার বাংলার কৃষকদের যথাযথ গুরুত্ব না দিলেও রাজ্য সরকার বাংলার যতসম্ভব বেশি কৃষককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘কৃষকবন্ধু’(Krishak Bandhu) প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকার চাইছে বাংলার যত বেশি সংখ্যক কৃষককে এই ‘কৃষকবন্ধ’ প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে আর কেন্দ্রের লক্ষ্য যতটা সম্ভব কম বাংলার কৃষকদের ‘পিএম কিষান নিধি’ প্রকল্পের সুবিধা দিতে। গত দফায় ‘কৃষকবন্ধু’ প্রকল্পে প্রায় ৭৭ লক্ষ কৃষককে অনুদান দেওয়া হয়। রাজ্যের কৃষিদফতর সূত্রের খবর, এবারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সেই সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে যাবে। আগামী মাসে থেকেই কৃষকবন্ধু-র অনুদান মিলতে পারে। কৃষকবন্ধু-তে বছরে দু’দফায় মোট ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় প্রকল্পে তিন দফায় দেওয়া হয় মোট ৬ হাজার টাকা। পাশাপাশি এই দুই প্রকল্পে কৃষকের নাম অন্তর্ভুক্তির নিয়মের তফাতের কারণেও ‘কৃষকবন্ধু’ প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় অনেক বেশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর