এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রীয় সুবিধা পাইয়ে দিতে বাংলার OBC-দের EWS’র সংরক্ষণ দিচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে থাকা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত বা Other Backward Class যারা OBC হিসাবে চিহ্নিত তাঁদের জন্য এবার বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বাংলায় বসবাসকারী OBC-রা রাজ্যে স্বীকৃত হলেও, তাঁদের একটা বড় অংশই কেন্দ্রীয় সরকারর তালিকার বাইরে রয়েছেন। ফলে কেন্দ্রীয় সরকারি চাকরি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে OBC সংরক্ষণের সুযোগ তাঁরা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে মমতার সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের OBC শ্রেণিভুক্তদের আর্থিকভাবে পিছিয়ে পড়া বা Economically Weaker Sections বা EWS হিসেবে সংরক্ষণের সুযোগ করে দেওয়া হবে। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া হিসেবে চিহ্নিত হওয়ার জন্য যে সব মাপকাঠি থাকা প্রয়োজন, সেটা তাঁদের থাকতে হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে এবার থেকে কেন্দ্রীয় সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য OBC’রা EWS সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন।  

আরও পড়ুন ফ্ল্যাটের ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে কড়া পদক্ষেপ রাজ্যের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের OBC তালিকায় এখনও পর্যন্ত ১৭৯টি জাতি অন্তর্ভুক্ত হয়েছে। OBC ‘A’ এবং ‘B’ শ্রেণিতে এই জাতিগুলি রয়েছে। OBC -‘A’র মধ্যে ৮১টি এবং OBC ‘B’তে ৯৮টি জাতি আছে। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭ শতাংশ OBC-দের জন্য সংরক্ষিত থাকে। এর মধ্যে OBC –‘A’-র জন্য সংরক্ষিত ১০ শতাংশ। ৭ শতাংশ সংরক্ষিত OBC –‘B’ তালিকাভুক্তদের জন্য। কেন্দ্রীয় সরকারে OBC -দের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের OBC সংরক্ষণের সুবিধা যে সব জাতি পাবে, তার পৃথক তালিকা আছে। ওই তালিকায় এখনও পর্যন্ত রাজ্যের ৯৯টি OBC জাতি আছে। রাজ্যের বাকি ৮০টি OBC জাতিভুক্তরা কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের সুবিধা পাচ্ছেন না। এই জাতিগুলিকে কেন্দ্রীয় তালিকায় অর্ন্তভুক্ত করতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে একাধিকবার জানানো হলেও, কাজ হয়নি।  

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের আইনি লড়াই!

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নেয়, রাজ্যের অনগ্রসর কন্যাণ দফতর থেকে EWS সংরক্ষণ সংক্রান্ত গাইডলাইনের সংশোধন করা হবে। সেই মর্মে গত ১৫ মে রাজ্য অনগ্রসর কল্যাণ দফতর থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির ৯ নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় তালিকায় নাম না থাকা OBC-দের জন্য EWS সার্টিফিকেট ইস্যু করার কথা বলা হয়েছে। কী ধরনের ফরম্যাটে ওই সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে EWS হিসেবে চিহ্নিত হওয়ার জন্য যে সব আর্থিক পরিস্থিতি জনিত মাপকাঠি আছে সেগুলি OBC-দের থাকতে হবে। কেন্দ্রীয় সরকার EWS সার্টিফিকেট পাওয়ার জন্য যে আর্থিক মাপকাঠি ঠিক করেছে তাতে দেখা যাচ্ছে, আবেদনকারীর পরিবারের আর্থিক আয় বছরে ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে। বসত বাড়ি, ফ্ল্যাট প্রভৃতির আয়তন কতটা পর্যন্ত হলে EWS’র তকমা মিলবে, সেটাও কেন্দ্রীয় সরকার ঠিক করে দিয়েছে। কেন্দ্রের ওই গাইডলাইনে দেশের প্রতিটি রাজ্যের প্রতি দফতরে EWS সংরক্ষণের জন্য একজন নোডাল অফিসার নিযুক্ত করতে বলা হয়েছে। শুধু তাই নয়, এখন দেশে EWS-দের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মোদি আসলে দেশ শেষ’, বাংলার মাটিতে দাঁড়িয়ে দাবি মমতার

জামিন চেয়ে আদালতে সন্দেশখালির পিয়ালি দাস, জেলে পাঠালেন বিচারক

‘আপনাদের থেকে ভোট নিয়েছে, আর ঠকিয়েছে’, পুরুলিয়ার জনতাকে বার্তা অভিষেকের

ব্যারাকপুরের ওয়ারলেস মোড়ে লরির ধাক্কায় মৃত এক ছাত্রী ,আহত আরো দুই পড়ুয়া

জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শান্তনুকে অস্বস্তিতে ফেলে অনশনে মমতাবালার মেয়ে মধুপর্ণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর