এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জঙ্গলমহলের পিড়াকাটায় এই প্রথম বিগ বাজেটের দুর্গাপুজো

নিজস্ব প্রতিনিধি,পিড়াকাটা: একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের পিড়াকাটায় এই প্রথম হচ্ছে বিগ বাজেটের দুর্গাপুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটি।জঙ্গলমহলে মাওবাদীদের(Maoist) আতঙ্ক একসময় স্থানীয়দের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল৷ ব্যতিক্রম ছিল না পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা(Pirakata) ৷ সকাল থেকে রাত, গামছা ঢাকা মাও-আতঙ্ককে সঙ্গী করেই বেঁচে থাকতেন সেখানকার মানুষজন। প্রায় নিত্যদিনই শোনা যেত গুলির শব্দ। বাতাসে থাকত বারুদের গন্ধ। গামছায় মুখ ঢেকে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল হার্মাদ আর মাওবাদীরা। নিরীহ মানুষজনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন কিংবা ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও নেহাত কম ঘটেনি। মাওবাদী কার্যকলাপের অভিযোগে সিধু সোরেন সহ পাঁচজনকে এনকাউন্টারে(Encounter) খতম করেছিল পুলিশ। মানুষের জীবন থেকে কার্যত মুছে গিয়েছিল উৎসবের আনন্দ। দুর্গাপুজোয়(Durgapujo) দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়া ভুলতে বসেছিল সেখানকার মানুষ। কিন্তু পালাবদলের পর পিড়াকাটা আর আগের অবস্থায় নেই। এখন বারুদের গন্ধ দূরস্ত, ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দও শোনা যায় না পিড়াকাটায়। যাদের মধ্যে উৎসবের আনন্দ মুছে গিয়েছিল একসময়, তারাই ফের নতুন করে উৎসবে মেতে উঠবে এই দুর্গাপুজোয়।

এই নিয়ে ছয় বছরে পা দিল একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের পিড়াকাটা। এই প্রথম সেখানে হতে যাচ্ছে বিগ বাজেটের দুর্গাপুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটি। প্রায় ত্রিশ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা ও মণ্ডপ। ঠাকুর দেখার জন্য উৎসাহী হয়ে রয়েছে এক সময় মাও-আতঙ্কে থাকা পিড়াকাটার মানুষ।নবমীর দুপুরে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষের ঢল চোখে পড়ার মতোন।এই গ্রাম্য এলাকায় এধরনের বিগ বাজেটের(Big Budget) পুজো এই প্রথম হতে চলেছে। বাজার কমিটির দুর্গাপুজো কমিটির সভাপতি প্রবীর কুমার সাউ, সম্পাদক সমিত দাস। করোনা কারণে গত তিন বছর সেইভাবে দুর্গাপুজোয় মেতে উঠতে পারেনি এখানকার মানুষজন। কিন্তু এবছর প্রত্যেকের মধ্যেই উৎসাহ তুঙ্গে। গত দুমাস আগে থেকেই প্রায় ৩০জন শ্রমিককে নিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিলেন পুর্ব মেদিনীপুরের পটাশপুর এর শিল্পী সৌগত দাস(Saugata Das) ।

রোমের ভাটিকান শহরের একটি চার্চের আদলে এই মন্ডপ। সামনে থেকে দেখলে মনে হবে যেন একটি বিদেশের কোন চার্চের মধ্যে প্রবেশ করছি। এক চালার প্রতিমা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত টানা পাঁচদিন ধরে থাকছে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচি পাশাপাশি নবমীর দিন পিড়াকাটা এলাকার পাশাপাশি প্রায় পঞ্চাশটি গ্ৰামের প্রায় কুড়ি হাজার মানুষের জন্য খাওয়াদাওয়ার আয়োজন থাকছে।
পুজো কমিটির অন্যতম সদস্য গৌতম দাস বলেন, বাজারের প্রায় সমস্ত ব্যবসায়ী মিলেই এই দুর্গাপুজোর আয়োজন করেছি। এই গ্রাম্য এলাকায় এধরনের বিগ বাজেটের পুজো এই প্রথম হতে চলেছে। তিনি আরো বলেন যে মাওবাদী আতঙ্ক কাটিয়ে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা ৫ থেকে ৬ জন মিলে এই পূজোর আয়োজন করি, পরবর্তীতে এলাকার স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় শতাধিক সদস্য নিয়ে এই পুজোর আয়োজন করা হচ্ছে। পূজোর পাশাপাশি আমরা নানা ধরনের সামাজিক কাজকর্মেও নিয়োজিত রেখেছি নিজেদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

‘মিথ্যা অভিযোগ’, মামলা তুলে নিতে চান সন্দেশখালিতে ‘ধর্ষণের শিকার’ মহিলা

বুধবার শ্রীরামপুরে প্রচারে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা, উঠলো স্লোগান, গাইলেন রবীন্দ্র সংগীত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর