এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তরের ৮ লোকসভা কেন্দ্রেই জমিহারা বিজেপি

নিজস্ব প্রতিনিধি: লড়াই তখনই ভাল ভাবে করা যায় যখন পায়ের নীচের মাটি শক্ত থাকে। উনিশের ভোট পায়ের নীচে সেই জমির যোগান দিয়েছিল। বেশ শক্ত জমির। কিন্তু তা ধরে রাখতে পারল না বিজেপি। জমি যে পায়ের নীচ থেকে সরে যাচ্ছে, সেটা অবশ্য একুশের ভোটেই পরিষ্কার হয়ে গিয়েছিল। তেইশের ভোটে সেটাই যেন সুনামি হয়ে গেল। উত্তরবঙ্গের(North Bengal) ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) জিতেছিল ৭টি আসন। কংগ্রেস(INC) পেয়েছিল ১টি আসন। ২৩’র পঞ্চায়েত ভোট বলছে বিজেপির জেতা ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই এগিয়ে গিয়েছে তৃণমূল(TMC)। কংগ্রেসের দখলে থাকা আসনেও এগিয়ে তৃণমূল। কেবল পাহাড়ে এগিয়ে অনীত থাপার দল। তাঁরা যদি লোকসভার ভোটে তৃণমূলকে সমর্থন জানায় তাহলে উত্তরের ৮টি আসনেই বাজিমাত করে দিতে পারে তৃণমূল।

আরও পড়ুন অযোধ্যা পাহাড়ের কোলেও তৃণমূল ঝড়, কুপোকাত পদ্ম

মজার কথা হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিজেপি খুব ভাল অবস্থায় ছিল। ৩টি জেলাতেই তাঁরা জেলা পরিষদ দখল করতে পারতো। কিন্তু তা আর হয়নি। এর মূল কারণ একদিকে রাজবংশীরা যেমন বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তেমনি চা বাগানের শ্রমিকেরাও বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই দুই সম্প্রদায়ের মানুষই এবার পঞ্চায়েত নির্বাচনে চুপচাপ চোখ বুকে জোড়াফুলে ছাপ মেরেছেন। আর তার জেরেই রাতারাতি জমি হারিয়ে বসে গিয়েছে বিজেপি। পাহাড়ে তৃণমূল ঝড় না চললেও সেখানে তৃণমূলের বন্ধু অনিত থাপার দাপট অব্যাহত। গুরুংয়ের দল তথা বিজেপির জোট সেখানে কোনও ভেলকিই দেখাতে পারেনি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও একই ছবি। জেলা পরিষদ হোক কী পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েত সর্বত্র তৃণমূলের জয়যাত্রা। বিজেপি রীতিমত কোনঠাসা। কাজেই উনিশের যুদ্ধে উত্তরবঙ্গে জেতা ৭টি আসনই হাতছাড়া হওয়ার মানসিকতা যেন এখন থেকেই তৈরি করে রাখে বিজেপি।

আরও পড়ুন অপরূপার আরামবাগ ঘাসফুলের দখলে, বিধ্বস্ত বিজেপি

পাশাপাশি আরও একটি অভিমত সামনে উঠে এসেছে। আর তা হল থেকে থেকেই উত্তরবঙ্গের বিজেপির সাংসদ ও বিধায়কেরা যেভাবে পৃথক পৃথক রাজ্য গড়ার দাবি তুলছিলেন তাতে করে আশঙ্কা দেখা দিয়েছিল উত্তরবঙ্গই ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার। কিন্তু উত্তরবঙ্গবাসী সেই ভাঙাগড়ার খেলায় আর রাজী হননি। তাঁরা এর প্রতিবাদ জানিয়েছে নীরবে ব্যালটে(Ballot) ভোট দিয়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার জিগির তুলে বিধানসভা ভোটে ফায়দা তুলেছিল বিজেপি। পঞ্চায়েতে রায় দিয়ে মানুষ বঙ্গভঙ্গের সেই চক্রান্তকেই নস্যাৎ করে দিয়েছেন। প্রত্যাখ্যান করেছে বাংলাভাগের প্রস্তাবকদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বস্তির বৃষ্টি, একধাক্কায় অনেকটাই কমল বঙ্গের তাপমাত্রা

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর