এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অপরূপার আরামবাগ ঘাসফুলের দখলে, বিধ্বস্ত বিজেপি

নিজস্ব প্রতিনিধি: চার বছর আগেকার ছবি গেল আমূল বদলে। উনিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে(Aarambag Constituency) তৃণমূলের(TMC) প্রার্থী অপরূপা পোদ্দার(Aparupa Poddar) জয়ী হয়েছিলেন মাত্র ১, ১৪২ ভোটে। কার্যত সেই নির্বাচনী ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল একসময়কার লালদুর্গে টলমল করছে তৃণমূল। একুশের বিধানসভার ভোটে দেখা যায় সেই সত্যিটা রীতিমত জাঁকিয়ে বসেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা হুগলি জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতেই জয়ী হয়েছে বিজেপি(BJP)। গোঘাট, খানাকুল, আরামবাগ ও পুড়শুড়ায় জয়ী হয় বিজেপি। তৃণমূল জিতেছিল এই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা অপর দুই বিধানসভা কেন্দ্র তারকেশ্বর ও হরিপালে। কিন্তু আরামবাগ মহকুমায় যে বিজেপি ঝড় উঠেছিলে একুশের ভোটে সে নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই গেরুয়া ঝড়ের ছবিটাই আমূল বদলে গেল পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election)। কার্যত ঘাসফুলের দাপটে উৎখাত হয়েছে বিজেপি। আর সেটাও গোটা আরামবাগ মহকুমাজুড়ে। অপরূপা পোদ্দারের আরামবাগ কার্যত তৃণমূলের জন্য নিরাপদই থাকছে ২৪’র মহাযুদ্ধের আগে।

আরও পড়ুন অভিষেককে ফেরানোর মাশুল গুণছেন শান্তনু, হাতছাড়া মতুয়াগড়

আরামবাগ মহকুমার দিকে এবার অধীর আগ্রহে তাকিয়ে ছিল গেরুয়া শিবির। কেননা তাঁদের হিসাব এই এই মহকুমা নিজেদের দখলে রেখে দিতে পারলেও লোকসভা কেন্দ্রটিকেও বার করে নিতে বেশি সময় লাগবে না। কিন্তু সেই হিসাব ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এলাকারই মানুষজন। ৮ জুলাই ভোটগ্রহণের দিন আরামবাগ মহকুমার মধ্যে খানাকুল ব্যতীত আর কোথাও সেভাবে ঝামেলার খবর আসেনি। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে গা জোয়ারির জয়ের তত্ত্ব অন্তত গেরুয়া শিবিরের নেতারা দাবি করতে পারবেন না আরামবাগ মহকুমার ক্ষেত্রে। এই মহকুমায় রয়েছে ৬টি ব্লক ও ৬৩টি গ্রাম পঞ্চায়েত। বুধবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে আরামবাগ, গোঘাট ও পুরশুড়া পুনরুদ্ধার করেছে তৃণমূল। কেবলমাত্র খানাকুলে কিছুটা হলেও রয়ে গিয়েছে বিজেপি। জানা গিয়েছে গোঘাট-১ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটিতেই জয়ের মুখ দেখেছে তৃণমূল। গোঘাট-২ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে তৃণমূল। একটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে।

আরও পড়ুন ভোট রেজাল্টে ক্ষুব্ধ শাহ, সুকান্তের জায়গায় দেবশ্রীর ভাবনা

আরামবাগ ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই ফুটেছে ঘাসফুল। পুড়শুড়ার ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। খানাকুলের ২টি ব্লকে অবশ্য বিজেপি কিছুটা হলেও রয়ে গিয়েছে। খানাকুল-১ ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে তৃণমূল। ১টিতে বিজেপি জয়ী হয়েছে, ২টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। আবার খানাকুল-২ ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে বিজেপি। ৩টি গ্রাম পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের দখলে। ১টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা তারকেশ্বর ও হরিপাল এই দুই ব্লকেও দাপট দেখাচ্ছে তৃণমূল। তারকেশ্বর ব্লকে ১০টি ও হরিপালে ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। হরিপালের ১৫টি পঞ্চায়েতের প্রতিটিতেই জয়লাভ করেছে তৃণমূল। তারকেশ্বরের ১০টি গ্রাম পঞ্চায়েতেও উড়ছে ঘাসফুলের পতাকা। আর এই ছবিই কিন্তু বলে দিচ্ছে ২৪’র যুদ্ধে আর ১ হাজার ব্যবধান হবে না। সেটা লাখ ছাড়িয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সন্দেশখালির গৃহবধূকে বাড়িতে গিয়ে হুমকি রেখার

ভোট চলাকালীন বীরভূমে মৃত্যু জওয়ানের

চতুর্থ দফার প্রথম ২ ঘন্টাতেই কমিশনে জমা ৪৯২টি অভিযোগ

প্রথম ২ ঘন্টায় বাংলার ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৫.২৩ শতাংশ

ভোট আবহে কেতুগ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর, আটক ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর