এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দত্তপুকুরে বোমা বিস্ফোরণ, জখম ৫ কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে ফের বিস্ফোরণ। তবে এবার বাজি কারখানায় বিস্ফোরণ নয়, সোজা বোমা বিস্ফোরণ। আহত ৫ নাবালক। তাঁদের অবস্থা গুরুতর। ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা চিকিৎসাধীন রয়েছে।  

জানা গিয়েছে, শুক্রবার বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের খোরকি এলাকায় বিস্ফোরণ হয়। স্থানীয় গ্রামবাসীরা নমাজ পড়তে গিয়েছিলেন। কিশোরেরা খেলছিল। ডোবার ধারে একটি বালতির ভেতরে গোল কিছু দেখতে পেয়ে খেলনা ভেবে খেলতে যায় শিশুরা। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। আহত হয় ৫ কিশোর।

জখম ইফতিকারের দিদি সুহানা পারভিন জানাচ্ছেন, আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। আমার ভাইরা খেলছিল। ডোবার পাশে একটা বালতি থেকে গোল একটা জিনিস দেখে এখানে নিয়ে আসে। ওটা নিয়ে খেলছিল। একবার ওই জিনিসটা থেকে কী একটা ছাড়াতে গিয়ে ওটা ফেটে যায়। কারা এসব করল, জানি না। এখানে কখনও এরকম হয়নি আগে। যারা এসব করছে, তাদের শাস্তি চাই।”

স্থানীয় এক বাসিন্দা জানান, ”আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। কিছু জানতাম না। বাচ্চারা খেলছিল, ওরাই বোমাটা নিয়ে খেলতে শুরু করে। আমরা বাড়িতে থাকলে আটকাতাম। কিন্তু আমরা নমাজ পড়ছিলাম। সেসময়ই একটা বিকট আওয়াজ শুনলাম। তারপর এসে দেখি, এখানে একটা বিস্ফোরণ হয়েছে। জখম হয়েছে ৫ জন। ওদের বয়স ৮ বছর, ১০ বছর, ১২ বছর – এরকম। কারা এখানে বোমা রেখে গেল, বুঝতে পারছি না। এই ডোবায় মাছ ধরে সবাই। তাই কে এই কাজ করল, জানি না।”

উল্লেখ্য, সম্প্রতি উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার নীলগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকা সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে থাকে মানুষের দেহ। চক্ষু চড়কগাছ হয়ে ওঠে স্থানীয়দের। বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে বারাসাত থেকে পর্যন্ত শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০। এলাকাবাসীর দাবি, বাড়িটিতে রমরমিয়ে চলছিল বেআইনি বাজি তৈরির কারখানা। এই বিস্ফোরণকাণ্ড এগরা বিস্ফোরণকাণ্ডের স্মৃতি উস্কে দেয়। শুধু দত্তপুকুর নয় রাজ্যের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে বেআইনি বাজি তৈরির কারখানা। এমনকি বাজির কারখানার আড়ালে বোমা বাঁধার কাজও চলে। এবার বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

ঘাটালে প্রচারে যেতে কাঞ্চনকে অনুরোধ দেবের

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

নেই কদর, নেই সম্মান, অসীমের পাশে নেই মতুয়া মহাসঙ্ঘ

‘অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল’ অভিমত মমতার

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, আশ্বাস অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর