এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি’, প্রচারে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি : বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নেমে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে কেমন হওয়া উচিত, সেই বার্তাও দিলেন রাজীব তনয়া। বাবার মৃত্যুর আবেগকে তুলে ধরে প্রিয়াঙ্কা জানান, ‘আমি দেশের অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। এইসব প্রধানমন্ত্রীর মধ্যে আমার বাবা রাজীব গান্ধিও ছিলেন একজন, যিনি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আমি বাবার সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেহ বাড়ি নিয়ে এসেছিলাম।‘ শনিবার গুজরাতে গিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন প্রিয়াঙ্কা।

এদিন গুজরাতের ভালসাদে ধরমপুর গ্রামে নির্বাচনী প্রচারে যান প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণকে টেনে এনে রীতিমতো আক্রমণাত্মক সুরেই প্রিয়াঙ্কা জানান, ‘প্রধানমন্ত্রী এখন বিভিন্ন জনসভায় গিয়ে ভয় দেখাচ্ছেন যে কংগ্রেস নাকি বাড়ির মহিলাদের গয়না, মঙ্গলসূত্র সব ছিনিয়ে নেবে। প্রধানমন্ত্রী যা বলছেন, এটা কী সম্ভব। প্রধানমন্ত্রী আসলে ঘাবড়ে গিয়েছেন। আর ঘাবড়ে গিয়ে এখন এই সব কথা বলছেন।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি যারা দেশের জন্য অনেক কাজ করেছে। কিন্তু এইরকম প্রধানমন্ত্রী দেখিনি যিনি দেশের মানুষকে মিথ্যা কথা বলছেন। ওনার তো একবার ভাবা উচিত, সাধারণ মানুষের সামনে যখন বক্তৃতা দিচ্ছেন, তখন সত্যি কথা বলা উচিত। কিন্তু উনি সেটা ভাবেন না।‘

এখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা বলে বেড়াচ্ছেন, ক্ষমতা এলে নাকি বিজেপি সংবিধান পরিবর্তন করে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, এমনটা হবে না। আসলে যদি ইতিহাস ঘাঁটা হয়, তাহলে দেখা যাবে, বিজেপি যা করে তা আসলে ছোটখাটো নেতাদের মুখ দিয়ে বলিয়ে নেওয়া হয়। তারপর নিজেরাই সেটা অস্বীকার করে। আসলে বিজেপি ক্ষমতায় এলে দেশের সংবিধান পরিবর্তন করবে ও মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে।‘

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কী শর্তে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল?

‘মোদি এবার দেশের প্রধানমন্ত্রী হবেন না’, উত্তরপ্রদেশের সভা থেকে দাবি রাহুলের

‘কেজরির জামিনে আমি খুশি’, টুইট উচ্ছ্বসিত মমতার 

ভোট আবহে মিলল স্বস্তি, ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

বিয়ে ভাঙতেই নাবালিকার শিরচ্ছেদ হবু বরের

ভোটে লড়ার জন্য মুক্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জেলবন্দি অমৃতপাল সিংহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর