-273ºc,
Friday, 2nd June, 2023 8:59 pm
নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার ডেকে পাঠানো হয়েছিল কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে। শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। খুনের প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে। এদিন সিবিআই অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রশ্ন করা হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও। প্রসঙ্গত, আদালতের রায়ে ঝালদা কাণ্ডে শুরু হয়েছে সিবিআই (CBI) তদন্ত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি।
শুক্রবার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে। অস্থায়ী ক্যাম্পে জেরার সময় তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই। জানতে চাওয়া হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কথাও। নেপাল সাংবাদিকদের জানান, তাঁর কাছে যা যা জানতে চাওয়া হয়েছে, সব জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে গত ২৮ এপ্রিল ডাক পড়েছিল স্থানীয় বিডিওর। বৃহস্পতিবার বিডিওকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন তাঁকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্থায়ী ক্যাম্পে। উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদায় খুন হয়েছিলেন তপন কান্দু। তাঁকে গুলি করে খুব করা হয়। এই ঘটনায় গত ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় বৃহস্পতিবার ঝালদা ১ – ব্লকের বিডিওকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিডিওর নাম রাজকুমার বিশ্বাস। অস্থায়ী ক্যাম্পে প্রায় ১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তবে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছে, জানা যায়নি তা। সাংবাদিকদের সামনে এই বিষয়ে কিছু বলতে চাননি বিডিও। উল্লেখ্য, গত ১৩ মার্চ খুন হয়েছিলেন তপন কান্দু। ওই দিন সন্ধ্যায় গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে। সেই সময় তিনি ঝালদা- বাগমুন্ডি রাস্তার ওপরে হাঁটছিলেন। একটি বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে গুলি করে কংগ্রেস কাউন্সিলরের পেট লক্ষ্য করে।
গুরুতর জখম অবস্থায় তপনকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে। ভর্তি করা হয় রাঁচির একটি নার্সিংহোমে। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। গত ৪ এপ্রিল আদালতের বিচারপতি নির্দেশ দেন এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এর ২৩ দিন পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করে ঝালদা ১- ব্লকের বিডিও-কে। বিডিওকে জিজ্ঞাসাবাদের পরের দিনই জিজ্ঞাসাবাদ করা হল কংগ্রেস নেতা নেপালকে।