এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই সিট

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (PRIMARY) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) সিট (SIT) গঠন করে তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় বুঝিয়ে দিয়েছিল শুধু সিবিআই তদন্তে তিনি সন্তুষ্ট নয়। এবার বিচারপতি নির্দেশ দিলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলাতেই তদন্ত করবে সিবিআই সিট। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে সিবিআই সিট গঠন হয়েছে সেই সিবিআই সিট-ই তদন্ত কবে এই সব নিয়োগ দুর্নীতির।

শুক্রবার ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। এজলাসে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সিবিআই ৬ সদস্যের সিট গঠন করেছে। পর্যবেক্ষণের দায়িত্বে সিবিআইয়ের কলকাতা শাখার প্রধান রাজীব মিশ্র ও যুগ্ম ডিরেক্টর এন বেনুগোপাল। তদন্তে গতি আনতে বিচারক নির্দেশ দেন সিবিআই সিটকে।

শুক্রবার বিচারক নির্দেশ দেন, নয়া গঠিত সিট তদন্ত চালাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এসএসসি (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি, এসএসসি নবম- দশম শ্রেণির শিক্ষক নিয়োগ এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মামলার। বিচারকের নির্দেশ, হাইকোর্টের নজরদারিতেই চলবে এই তদন্ত।

উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি বুঝিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া ও অগ্রগতিতে তিনি আশাহত। এদিন তিনি কটাক্ষ করে বলেছিলেন, ডজন খানেক তদন্তের ভার সিবিআইয়ের হাতে। এর শেষ পরিস্থিতি হবে রবি ঠাকুরের নোবেল প্রাইজের তদন্তের মত। আরও বলেন, মনে হচ্ছে সিবিআইয়ের থেকে সিট ভাল। বলেন, দূর্নীতির তদন্তে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু আশার আলো তিনি দেখতে পাচ্ছেন না। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। 

প্রসঙ্গত, গত বুধবার উপেন বিশ্বাস হাজিরা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। সেখানে বিচারপতি বলেছিলেন, সিবিআই কতদূর কী করবেন, তা নিয়ে তিনি সন্দিহান। বলেন, এই তদন্ত যেন সারদার মত না হয়। এদিন আদালতে উপেন বিশ্বাস জানিয়েছিলেন, রঞ্জনই আসলে চন্দন মণ্ডল। তখন বিচারপতি বলেছিলেন, রঞ্জন বলে কেন থেমে গিয়েছিলেন? তাঁর প্রশ্ন, পুলিশে কেন অভিযোগ জানাননি উপেন বিশ্বাস? বিচারপতি আরও বলেছিলেন, আগে বললে আরও আগে চন্দনকে ধরা যেত বা তদন্ত শুরু করা যেত। আশঙ্কা প্রকাশ করে বিচারপতি বলেছিলেন, চন্দন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন। বিচারক নির্দেশ দিয়েছিলেন, প্রাথমিক তদন্তের জন্য সিবিআইয়ের সিট গঠন করার। এই সিটই এবার থেকে তদন্ত করবে প্রাইমারি ও এসএসসির সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর