এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনের ফলাফলই মানদণ্ড, কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তে চাপে বঙ্গ–বিজেপি

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই নানা কর্মকাণ্ড শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই বঙ্গ–সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর পা রেখেই টের পেয়েছেন বঙ্গ–বিজেপির সংগঠন বেশ ভঙ্গুর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন বেহাল অবস্থা দেখে বেশ চটেছেন তিনি। তারপরই কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট পাঠিয়েছেন তিনি। আর তা দেখার পর নয়া ফরমান জারি করা হয়েছে। আর সেই ফরমান বঙ্গে আসতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বঙ্গ–বিজেপির বীর পুঙ্গবরা। এমনকী এতে তাঁরা বেশ চাপে পড়ে গিয়েছেন বলেও সূত্রের খবর।

এদিকে অতীতের রেকর্ড সরেজমিনে দেখে এবং এখন যে পরিস্থিতি তা জানার পরই এমন ফরমান জারি হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেলেও ২০২১ সালে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যায়। তার পর যত নির্বাচনই হয়েছে তাতে বিজেপি ল্যাজেগোবরে হয়েছে। কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়ে বঙ্গ–বিজেপি। সংগঠনের দিকে না তাকিয়ে নেমে পড়ায় কমে যায় আসন। ১৮ থেকে এক ধাক্কায় তা ১২’‌তে নেমে এসেছে। তাই এবার নয়া ফরমান জারি করা হয়েছে যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলই হবে মানদণ্ড বলে সূত্রের খবর।

অন্যদিকে আর এই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় সাংসদের টিকিট মিলবে সেটা স্থির করা হবে। চাপ বেড়েছে এই নয়া সিদ্ধান্ত বা ফরমানে। বঙ্গ–বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত ১০টি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। একটি লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা আসন থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলীয় সাংসদের দায়িত্বে ওই সাতটি আসন তো থাকছেই। তার সঙ্গেই যুক্ত হচ্ছে আরও অন্তত তিনটি করে বিধানসভা কেন্দ্র। আর তারপর যা ফলাফল হবে সেটাকেই মানদণ্ড ধরে নিয়েই ২০২৯ সালে টিকিট দেওয়া ঠিক হবে বলে সূত্রের খবর।

এছাড়া এসআইআর পর্ব মিটলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য বিধানসভা নির্বাচনে সব দলীয় বিধায়ককে টিকিট দেওয়া হবে না। এবার তিন বছর পরের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নিয়ে ফেলা হল। যা এখনকার পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যেসব বিধানসভা আসনে ফল খারাপ হবে, তার দায় নিতে হবে দলীয় সাংসদকে। ধরে নেওয়া হবে ওই বিজেপি সাংসদ নিজের এলাকাতেও ঠিকমতো সময় দেননি। তার উপরই পুরোটা বিচার্য হবে লোকসভায় টিকিট প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভার অধিবেশনে এবার দুটি প্রস্তাব আনছে রাজ্য সরকার, সেগুলি কী?‌ কতটা চাপে পড়বে বিজেপি?‌

বাড়তি বিলের অভিযোগে সরব তৃণমূল সাংসদ, বাধ্য হয়ে টাকা ফেরাল হাসপাতাল কর্তৃপক্ষ

শহরে ২০০ সিএনজি বাসের গ্রিন সিগন্যাল, রুট ম্যাপ তৈরিতে বিশেষ নজর প্রশাসনের

উত্তরবঙ্গে ৫০ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা বিজেপির, মার্চ থেকে রথযাত্রা

বুধে নয়, বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা–অভিষেক

রুবিতে স্কাইওয়াক তৈরিতে পুলিশের ছাড়পত্র, বরাদ্দ ৫০ কোটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ