এই মুহূর্তে




BLO নিয়োগ করে নির্বাচন কমিশন, সেখানে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ খাটে না ,দাবি চন্দ্রিমার

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে উপস্থিত হয়ে রাজ উৎসব উপলক্ষে রাস উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)।কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।শান্তিপুরের তাঁত শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ডিসেম্বর মাসের রাজ্যে আসার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের। বুধবার শান্তিপুরে এসে সেই বিষয়টিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের তাঁতিদের খেয়াল পশ্চিমবঙ্গ সরকার ঠিক মতোই রাখছে। নির্বাচন এসেছে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর তাঁতিদের কথা মনে পড়েছে। আমি তাকে শ্রদ্ধা করেই বলছি, তিনি চাইলে আসতেই পারেন। তাঁতিদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আমাদের সরকার তাঁতিদের জন্য যথেষ্ট কাজ করছে।

বিএলও-দের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির আক্রমণের পাল্টা তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি বলেন বিএলও নিয়োগ করে নির্বাচন কমিশন। সেখানে ঘনিষ্ঠতার এই অভিযোগের তত্ত্ব তৃণমূলের বিরুদ্ধে খাটে না। বিজেপি ঘনিষ্ঠদেরও বি এল পদে নিয়োগ করছে। এমন অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে। শান্তিপুরের রাস উৎসবে (Rash Utsav)এসে তাঁর স্পষ্ট দাবি, বিএলও নিয়োগ রাজ্যের হাতে নেই। জাতীয় নির্বাচন কমিশন তাদের নিয়োগ করছে। তাই এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, বহু জেলায় বি এল ও (BLO)বিজেপি ঘনিষ্ঠ বলেও অভিযোগ উঠে এসেছে। ফলে সেই সমস্ত জায়গায় কি এস আই আর কাজ প্রভাবিত হচ্ছে? প্রশ্ন তার।

পাশাপশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এস আই আর, সিএএ-র মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রথমে তারা এসআইআর-এ নাম কাটছে। তারপর সিএএ তে আবেদন করতে বলছে। ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক চক্রান্ত চলছে। কিন্তু মঙ্গলবার এর কলকাতার মিছিল বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। মাত্র দু’দিনের নোটিশে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিলেন ওই প্রতিবাদ মিছিলে কলকাতা শহর দেখেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ