এই মুহূর্তে




মা ওদেরও, পুজোর আনন্দে মেতে উঠল অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা

নিজস্ব প্রতিনিধি: ওরা হোমে থাকে। বছরের প্রতিটি দিন, প্রতিটি মাস কাটে ওদের হোমের চার দেওয়ালের ভেতর। বাইরে কি হচ্ছে, কত আনন্দ এসব কোনও কিছুই যেন স্পর্শ করতে পারে না। এই বছরের পুজো কিন্তু অন্যরকম হয়ে ধরা দিয়েছে ওদের কাছে। এই ওরা হলো জলপাইগুড়ির তিনটি হোমের ৪৩ জন শিশু ।
জলপাইগুড়ি সদর ব্লকের প্রশাসনের পক্ষ থেকে বাসে করে ষষ্ঠীতে ওদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তাই রবিবার সকাল থেকেই খুশিতে মেতে ছিল ওরা। শিশুরা মণ্ডপে পা রাখতেই খুশির জোয়ারে ভেসে যায়। গানের তালে তালে মণ্ডপের মধ্যেই নেচে ওঠে শিশু মন। হোমের শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদেরও ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তারাও শহরে ঘুরে ঘুরে ঠাকুর দেখেছে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই।

সদরের বিডিও মিহির কর্মকার বলেছেন, “তিনটি হোমের শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন মিলিয়ে ৪৩ জনকে আমরা দুটি বাসে করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো দেখাচ্ছি। ওদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত খুশি। সঙ্গে ছিল আমার মেয়ে আরাধ্যাও। আমরা সবাই মিলে দারুণ সময় কাটালাম।” এই দিন শুধু যে পুজো দেখানো হয়েছে তা নয়, দুপুরবেলা অনাথ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ছিল দারুণ খাবার-দাবার নতুন পোশাকের ব্যবস্থা

বেলা ১১ টা নাগাদ হবে শিশুদের নিয়ে জলপাইগুড়ির দিশারী মণ্ডপে পৌঁছান জলপাইগুড়ির সদরের বিডিও। সঙ্গে ছিলেন ভিডিও অফিসের কর্মীরা। সেই সময় প্যান্ডেলে অন্যান্য দর্শনার্থীরাও ছিলেন। মাইকে গান বাজছিল, সব মিলিয়ে দারুণ পরিবেশ। খুশি হয়ে উঠেছিল প্রতিটি শিশু মন। সেই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। শিশুদের আনন্দের সঙ্গী হয়েছে মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরাও।জলপাইগুড়ির কোরক হোমের শিশুদের সপ্তমী এবং অষ্টমীর দিন শহরে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ