এই মুহূর্তে




কার্তিক পুজোয় হাতাহাতি ও সংঘর্ষ, উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর

নিজস্ব প্রতিনিধি: কার্তিক পুজোয় ভয়াবহ হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে দুই কার্তিক পুজো উদ্যোক্তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাঁশ ও লাঠি নিয়ে মারামারিতে সংঘর্ষ চরমে ওঠে। বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় একে অপরের ওপর। ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানান, ঘটনা তদন্ত চলছে। ভিডিওতে যাদের দেখা গিয়েছে তারা বেশিরভাগই এই ঘটনার সঙ্গে জড়িত। শুধু তাই নয়, প্রত্যেকেই নাবালক। পুলিশ এদিন সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন ছোটদেরকে বুঝিয়ে যে কোনও ধরনের গোলমাল থেকে বিরত রাখার জন্য। 

এর আগে জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল কৃষ্ণনগরে। সেবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কুকথার অভিযোগ উঠেছিল। কৃষ্ণনগর হোক বা চন্দননগর, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় হয় প্রচুর। ভাসানেও সেই রেশ থাকে। প্রচুর পরিমাণে জন সমাগম ঘটে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা সঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের সামনে। এখানে বিসর্জন পদ্ধতি একটু অন্যরকম। বেহারাদের কাঁধে করে মা যায় নিরঞ্জনের জন্য। প্রতিবরছরই কোনও না কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে পুলিশ দক্ষ হাতে সবটাই সামাল দেওয়ার কাজ করে।

চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা বাধে শোভাযাত্রা চলাকালীন। নির্দেশ অমান্য করে ওই পুজো কমিটি নির্দিষ্ট জায়গার বদলে অন্যত্র প্রতিমা দাঁড় করিয়ে রাখে। এর জেরে প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে। সেই সময়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা শান্তিপূর্ণ ভাবে নিরঞ্জন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে। এক কথা দু কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে দেখা যায় পুলিশকে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালির আঁচড়টুকু নেই কারও পেটে, ৮৭১ জন গ্রামবাসীর SIR ফর্ম একাই পূরণ করলেন পঞ্চায়েত সদস্য

SIR আবহে সোমবার অভিষেকের মেগাবৈঠক! কী নিয়ে আলোচনা?

SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু ৮৩ বছরের বৃদ্ধার

সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি

বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ