এই মুহূর্তে

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক আসনে তখন ওঠে ‘জয় মহাকাল’ ধ্বনি। শিলান্যাসের আগে অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এই আবহে মহাকাল মন্দির শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর একইসঙ্গে নতুন বছরে নতুন উপহার তুলে দেন তিনি। উত্তরবঙ্গের সঙ্গে যাতে দক্ষিণবঙ্গকে জুড়ে দেওয়া যায় তার জন্য নয়া বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বেশ খুশি হন স্থানীয় বাসিন্দারা।

এদিকে শিলিগুড়িতে একাধিক বাস পরিষেবা চালু করার জেরে সেখানে উপস্থিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। আর মুখ্যমন্ত্রী বলেন, ‘‌স্লিপার বাস পরিষেবা উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে। মোট ৬টি স্লিপার বাস চালু হচ্ছে। সেগুলি কোচবিহার থেকে দিঘা, আলিপুরদুয়ার থেকে দিঘা এবং শিলিগুড়ি থেকে দিঘা যাবে। বাংলাকে এক নম্বরে করব বলেছি, করেই ছাড়ব। তবে এক আঙুলে কি মুঠো তৈরি করতে পারবেন, পারবেন না। কিন্তু পাঁচটি আঙুল এক হলে পারবেন। তেমন একটি ধর্ম নিয়ে চললে হবে না। আমরা সর্বধর্মে বিশ্বাসী।’‌

অন্যদিকে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়েও সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর, খুন থেকে শুরু করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। বেলডাঙা এবং সিঙ্গুরের ঘটনা হচ্ছে উজ্জ্বল উদাহরণ। ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে প্রায়ই এমন ঘটনা ঘটে। আর তা নিয়ে আজ শিলিগুড়ির মাটিগাড়া থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো কেন করছে অত্যাচার? কই আমরা তো করি না। আমরা যতদিন বাঁচবে, কাজ করে বাঁচব। ভালো কাজ করে বাঁচব।’‌

এছাড়া ধর্ম নিয়েও নাম না করে বিজেপিকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। কারণ বিজেপি প্রায়ই নানা কথা বলে সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌কেউ যেন ভাববেন না আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না। ৪টে ১৫ মিনিটের পর সময় ছিল। আমি সেই অনুযায়ী এসেছি। খ্রিস্টানদের উৎসবেও কলকাতাকে দারুণভাবে সাজানো হয়। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরেও করে দিয়েছি। মন্দির ঢেলে সাজিয়ে দিয়েছে। ভগিনী নিবেদিতা দার্জিলিংয়ে যেখানে মারা গিয়েছেন ওই বাড়িটি আমরা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি। কলকাতায় যে বাড়িতে ভগিনী নিবেদিতা থাকতেন, ওই বাড়িটিও মিশনের হাতে তুলে দিয়েছি। ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির, তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, মাহেশের মন্দিরের সংস্কার করেছি। তেমনই আবার ফুরফুরা শরিফের উন্নয়নে অনেক কাজ করেছি।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ