এই মুহূর্তে




‘এটা দিনহাটা নয়..’, উদয়ন গুহকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : তাঁর একের পর এক বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে। কোচবিহারে তৃণমূল ভালো ফল করলেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের বা একাধির প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করছেন তিনি। সোমবার উত্তরবঙ্গ সফর থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সমঝে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। তেমনই এক মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কোনওরকম বেফাঁস মন্তব্য করা চলবে না। বিরোধী শিবিরকে হুমকি দেওয়া থেকে শুরু করে আর জি কর ঘটনার পর সংবেদনশীল ইস্যুতেও বেফাঁস মন্তব্য করেছিলেন উদয়ন গুহ। এরজেরে সমস্যায় পড়তে হয়েছে তৃণমূলকে। কোচবিহারে তৃণমূলের পল অনেকটাই ভালো। লোকসভা নির্বাচনে কোচবিহার নিজেদের দখলে রেখেছে শাসক শিবির৷ আগামী নির্বাচনে এই ধারা বজায় রাখতেই কোনও রকম বিতর্কিত মন্ত্বব্য করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথা বুঝতে পেরেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন। নিজের ভাষা ঠিক নয়, সেটাও স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবার শিলিগুড়িতে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের নানা সমস্যার কথাও শুনেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার উত্তরবঙ্গের জন্য কী কাজ করছে, পাশাপাশি উত্তরবঙ্গকে শিল্প বান্ধব করে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ