এই মুহূর্তে




মুর্শিদাবাদের জলঙ্গিতে বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: স্বামী-স্ত্রীর(Couple) রহস্যমৃত্যু(Mysterious Death)। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাস্থল মুর্শিদাবাদ(Murshidabad) জেলার জলঙ্গি থানার(Jalangi PS) ফরিদপুর কলিকাহারা এলাকা। মৃতরা হলেন আলমগীর শেখ(২৫) ও জলি খাতুন (২১)। বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির। একটা সন্তানও হয়, যদিও সে বাঁচেনি। তবে দম্পতির মধ্যে কোনও সমস্যা ছিল না বলেই খবর। তবে দম্পতির মধ্যে কোনও সমস্যা ছিল না বলেই খবর। তবে আলমগীর থাকতেন শ্বশুরবাড়িতে বউয়ের সঙ্গে। এদিন সেখান থেকেই তাঁদের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। জলির দেহ ঝুলন্ত অবস্থায় এবং আলমগীরের দেহ মেলে মেঝেতে। জলির মা-ই প্রথমে বাড়ির জানলার গ্রিলের ফাঁক দিয়ে দেখেন জামাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে আর ঘরে ঝুলছে মেয়ের দেহ। তাই দেখে চিৎকার করে পাড়ার লোককে ডাকেন তিনি। আসে পুলিশও। দুটি দেহই তাঁরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।  

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির। বিগত কয়েক বছরে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, এমনটা কখনই মনে করতে পারেন না তাঁরা। তেমন কোনও অশান্তি ছিল না। হঠাৎ কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। সাত সকালে ও দৃশ্য দেখে কার্যত হতবাক এলাকাবাসী। এক প্রতিবেশী বলেন, ‘আমাদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হত। বাড়িতেও যেতাম। ওরা কজাকর্ম করত, সংসারেও কোনও অশান্তি ছিল না। তারপরও কেন এরকম করল ওরা, জানি না।’ মৃত জলির বাবা আজবার আলি জানান, মঙ্গলবার রাত নটা নাগাদও জামাইয়ের সঙ্গে তাঁর কথা হয়। তবে বুধবার বেলা পর্যন্ত জামাই-মেয়ের সাড়াশব্দ পাচ্ছিলেন না। তাই চিন্তা হওয়ায় স্ত্রীকে দেখতে বলেন। তিনি গ্রিলের ফাঁকা দিয়ে দেখেন, জামাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে। ঝুলছে মেয়ের দেহ। তাই দেখে চিৎকার করে পাড়ার লোককে ডাকেন তিনি।

মৃত যুবকের বাবা খালেক শেখ জানান, ছেলে বউ পৃথক বাড়িতে থাকলেও তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। দম্পতির মধ্যেও কোনও ঝামেলা ছিল না। মঙ্গলবার সন্ধ্যাতেও তাঁদের কথা হয়েছে। মাঝে ঠিক কী হল, যার জন্য এই ভয়ংকর সিদ্ধান্ত, তা বুঝে উঠতে পারছেন না কেউই। জানা গিয়েছে, আলমগীরের দেহ মেঝেতে পড়ে থাকলেও তাঁর গলায় রয়েছে ফাঁসের চিহ্ন, যা ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা খানিকটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। খুন নাকি আত্মহত্যা সেটাই খতিয়ে দেখবে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউন থানার আইসি’কে ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

গেদে সীমান্তবর্তী এলাকার কৃষকদের জমির ফসল লুট করছে বাংলাদেশী দুষ্কৃতীরা

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে ৬০ দিনেই বিচার শেষ, শুক্রবার সাজা ঘোষণা

বাংলায় খুন করে গুজরাতে গা ঢাকা, পুলিশের জালে তবলাবাদকের ‘খুনি’

ফিরে দেখা: প্রথমবার মাদারিহাট বিধানসভার দখল নিল তৃণমূল

সীমান্তের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর