এই মুহূর্তে




বুধে শীর্ষ আদালতের নতুন বেঞ্চে হতে চলেছে ডিএ মামলার শুনানি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে বুধবার শুরু হতে চলেছে ডিএ মামলার শুনানি। রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার এজলাস বদলের পর দুপুর ২টো নাগাদ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

এর আগে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণবশত। প্রায় ১৭ বার পিছিয়েছে মামলা। গত বছর ডিসেম্বরে মামলাটির শেষ শুনানি হয়েছিল। তারপর মামলাটির শুনানির দিন থাকলেও তা হয়নি। সময়ের অভাবে মামলাটির আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি। শেষ শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সময় হাতে নিয়ে সব পক্ষের কথাই শোনা হবে। কিন্তু সেই সময় হয়ে ওঠেনি।ফলে পিছিয়ে গিয়েছে মামলার শুনানি।

উল্লেখ্য, ৭ মে সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। কিন্তু সেদিন শুনানি পিছিয়ে গিয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সরকারি কর্মচারীদের ডিএ মামলাটিকে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে এই মামলার শুনানি থাকলেও সেই মামলার শুনানি হয় কিনা, হলেও কী হয় সেই দিকেই তাকিয়ে সকলে।

জানা গিয়েছে, বুধবার এই মামলা তালিকার শেষের দিকে রয়েছে। তালিকায় ৪০ নম্বরে রয়েছে এই মামলা। ফলে তালিকা ক্রম মেনে চলছে এদিনও এই মামলা পিছিয়ে যেতে পারে। ফলে আরও অপেক্ষা বাড়তে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ