এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ময়নাগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে ৯! ঘটনাস্থলে রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহণিতে বৃহস্পতিবার বিকালে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। আহত ৩৬জনের মধ্যে ১৫জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃত্যুর ঘটনা আরও বাড়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই রেলের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে মৃতদের মাথাপিছু এককালীন ৫ লক্ষ টাকা করে তাঁদের পরিবারকে দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্প আহতরা পাবেন ২৫ হাজার টাকা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সিগন্যাল বা পয়েন্টের সমস্যায় এই দুর্ঘটনা ঘটেনি। লাইনের ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা রেল আধিকারিকদের।  

বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পথে ময়নাগুড়ির কাছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার পিছনে নাশকতা কাজ করছে কিনা তা নিয়ে রেলের তরফে পৃথক তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। রেলের নিজস্ব সেফটি কমিশন এদিন ঘটনাস্থলে আসছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ময়নাগুড়িতে ২১ জন আহতের চিকিৎসা চলছে। ১১ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। ৪জন রয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এদিন সকালে কুয়াশার মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটির ইঞ্জিন ও ১২টি কামরা সরাবার কাজ চলছে। তবে রেলের তরফে জানানো হয়েছে উদ্ধারকাজ কার্যত শেষ হয়ে গিয়েছে। বিপর্যস্ত ট্রেনের কোনও কামরাতেই আর কেউ আটকে নেই বলেই তাঁরা জানিয়েছেন। এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। রেলের তরফে এটাও জানানো হয়েছে ট্রেনটিতে মোট ১২০০ যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৭৭ জন বিকানের থেকে উঠেছিলেন এবং ৯৮ জন পটনা থেকে উঠেছিলেন।

এদিন সকালে ঘন কুয়াশার মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ এবং সশস্ত্র সীমা বলের জওয়ানরা। দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলি ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি, কামরার ভিতরে আর কেউ আটকে আছে কি না, তা ভাল করেও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা জানিয়েছেন, ‘উদ্ধারকাজ শেষ। রেলমন্ত্রী আসছেন।কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর