24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:58 am
নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। মুর্শিদাবাদের সাগরিঘি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের ফলেই সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আসনটিতে ভোট নেওয়া হবে। ফল ঘোষণা ২ মার্চ।
সাগরদিঘি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই শাসকদলের হয়ে কে প্রার্থী হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত সাহাত স্ত্রী, ছেলের পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত কোনও ঝুঁকি না নিয়ে সাগরদিঘির ব্লক সভাপতি দেবাশিস বন্দোপাধ্যায়কে বেছে নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে তরুণ-তুর্কী নেতার। তাছাড়া দেবাশিসের ভাবমূর্তিও স্বচ্ছ।
হেভিওয়েট কাউকে বেছে না নিয়ে দলের নিচুতলার এক নেতাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, সামনেই পঞ্চায়েত ভোট। আর ওই ভোটের নিরিখে সাগরদিঘির উপনির্বাচন যথেষ্ট অর্থবহ। তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপি-কংগ্রেস ও সিপিএম হাত মেলাবে। সাগরদিঘিতে অনৈতিক জোট করে জিতে পঞ্চায়েত ভোটেও ওই মডেল অনুসরণ করার পথে হাঁটার পরিকল্পনা রয়েছে তিন দলের রাজ্য নেতৃত্বের। তাই সেই পরিকল্পনা ভেস্তে দিতেই স্থানীয় নেতার উপরে ভরসা রাখা হয়েছে। অভিজিৎ মুখোপাধ্যায় প্রার্থী হলে বিরোধীরা বহিরাগত তকমা লাগিয়ে প্রচার চালানোর সুযোগ পেত। সেই সুযোগ দেওয়া হয়নি।’