এই মুহূর্তে




ধান্যকুড়িয়ার গাইন পরিবারের জমিদার বাড়িতে শুরু মা দুর্গার বন্দনা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: শহর কলকাতার পাশাপাশি জেলাও মেতেছে মাতৃ বন্দনায়।মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে শহর কলকাতার থিম পুজোর পাশাপাশি ধুমধাম করে পালিত হচ্ছে জেলার প্রাচীন জমিদার বাড়ির পুজো।গাইন বাড়ির পুজোর প্রস্তুতির ষষ্ঠীর সকাল থেকে প্রায় ২০০ বছরের।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ধান্যকুড়িয়া(Dhanyakuriya) জমিদার বাড়ি তথা গাইন বাড়ি নামে পরিচিত ধান্যকুড়িয়া প্রাচীন রাজবাড়ী ইতিমধ্যে হেরিটেজ(Heritage) তকমা পেয়েছে পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে দেশ ও বিদেশের মাটিতে জায়গা করে নিয়েছে বহু ইতিহাস সংস্কৃতি জড়িয়ে থাকা এই বাড়িটি। রয়েছে ষষ্ঠীর সকাল থেকে গাইন বাড়ির ১৮৪ বর্ষের পুজোতে ভিড়। সকাল থেকে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা ।

ষষ্ঠীর বিভিন্ন উপাচার দিয়ে পরিবারের সদস্যরা ঠাকুরদালানে পুজোর কাজে মেতে উঠেছেন। স্বর্গীয় শ্রী মহেন্দ্রনাথ গাইন(Late Mahendranath Gayin) এর হাত ধরে শুভ সূচনা হয়েছিল ধান্যকুড়িয়ার এই দুর্গা উৎসব। যা আজও পরিবারের সদস্যরা রীতি মেনে ধরে রেখেছেন। কথিত আছে ধান্যকুড়িয়া রাজবাড়ী নিয়ে রয়েছে একাধিক রূপকথার গল্প। যা বারবার বিভিন্ন ধারাবাহিক এবং চিত্রনাট্যের মাধ্যমে ও গল্প বইয়ের মাধ্যমে উঠে এসেছে। জানা যায় ,ধান্যকুড়িয়ার এই রাজবাড়িতে শুটিং হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপার হিট সিনেমা গৌতম ঘোষের সত্যান্বেষী, গুরুদাস দত্তের বলিউডের অন্যতম সিনেমা সাহেব বিবি ওউর গোলাম। তার পাশাপাশি একাধিক ধারাবাহিকের শুটিং হয়েছে এই ধান্যকুড়িয়া রাজবাড়িতে ।

সারা বছরই রীতিমতো জমজমাট থাকে ধান্যকুড়িয়া এই রাজবাড়ি ।যদিও রাজবাড়ি পরিবারের সদস্যরা সারা বছর দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকেন। পুজো আসলেই তারা আবার মাটির টানে ধান্যকুড়িয়া রাজবাড়িতে হাজির হন। তারপর পুজো শেষে আবারো যে যার গন্তব্যে ফিরে যান। এলাকাবাসীরা জানচ্ছেন ধান্যকুড়িয়া হেরিটেজ তকমা পাওয়ায় এলাকায় বেড়েছে পর্যটকের সংখ্যা। তার পাশাপাশি আগামী প্রজন্মকে এই রাজবাড়ীর ইতিহাস সম্পর্কে জানান দিতে তৈরি হয়েছে একাধিক রূপকথার গল্প এবং সাহিত্য সহ বিভিন্ন চিত্রনাট্য ধারাবাহিক। জমিদার নেই জমিদারিও নেই ।

কিন্তু ধান্যকুড়িয়া রাজবাড়ী(Rajbari) আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে ইতিহাস জানান দেয় এবং ধান্যকুড়িয়া রাজবাড়ীর প্রাচীন এই পুজো আজও স্বমহিমায় পালন করছেন পরিবারের সদস্যরা। এক কথায় মা দুর্গার আগমনে জমজমাট ধান্যকুড়িয়ার জমিদার পরিবারের পুরোহিত মশাইয়ের মন্ত্র পাঠের মাধ্যমে মুখরিত হচ্ছেন ধান্যকুড়িয়া জমিদার পরিবারের সদস্যরা। পাশাপাশি ইতিমধ্যে মহাষষ্ঠীর পুণ্য লগ্নের দেবী মায়ের বন্দনা শুরু হয়েছে। অর্থাৎ মহালয়ার পর থেকেই রীতিমতো দেবী বন্দনায় মেতেছে আপামর বাঙালি। পিছিয়ে নেই বসিরহাটের ধান্যকুড়িয়া ও অর্থাৎ ধান্যকুড়িয়া জমিদার পরিবারে মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে পুরোহিত মশাইয়ের মন্ত্র পাঠের মধ্য দিয়ে ধুম ধাম করে শুরু দুর্গা মায়ের বন্দনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ