-273ºc,
Friday, 2nd June, 2023 4:04 am
নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সফর ঘিরে এখন জোর তৎপরতা পড়ে গিয়েছে দার্জিলিং(Darjeeling) ও জলপাইগুড়ি(Jalpaiguri) জেলা প্রশাসনে। আগামী সোমবার ৩ দিনের সফরে উত্তরবঙ্গ(North Bengal) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মাল(Mal) শহরে তাঁর একটি প্রশাসনিক সভা করার কথা আছে। শিলিগুড়িতে তিনি দলীয় বিজয়া সম্মিলনীতেও যোগ দেবেন। সেই সঙ্গে মাল শহরে গত বিজয়া দশমীতে হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন। আর তাঁর এই সফর ঘিরেই এখন জোর তৎপরতা চলছে দুই জেলার প্রশাসনের অন্দরে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে আছেন ডুয়ার্সবাসী, যদি সেখানকার জন্য কিছু নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
প্রাথমিক ভাবে প্রশাসন সূত্রে মুখ্যমন্ত্রীর যে সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে আগামী সোমবার মুখ্যমন্ত্রী বাগডোগরায় নেমে সেখান থেকে হেলিকপ্টারে মালবাজারে পৌঁছেবেন। এর জন্য মালবাজারের বড়দিঘি স্কুলের মাঠে দ্রুততার সঙ্গে হেলিপ্যাড তৈরি হচ্ছে। যদিও শেষ মুহুর্তে মুখ্যমন্ত্রী সড়কপথে মালবাজারে যেতে চাইলে সেই ব্যবস্থাও রাখ হচ্ছে। মঙ্গলবার মালবাজারে শুধু প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে নাকি সরকারি সভা, তা নিয়ে ধন্ধে ছিল জেলা প্রশাসনের। তবে এখনও পর্যন্ত খবর, প্রশাসনিক বৈঠকই হবে। বৈঠকে ১০০ জন থাকবেন। তাঁদের মধ্যে হড়পা বানে মৃত-আহতদের পরিবারের সদস্যেরা থাকবেন। থাকতে পারেন আশপাশের এলাকার বিধায়কেরাও। রাজ্যের কয়েক জন গুরুত্বপূর্ণ মন্ত্রীও থাকতে পারেন ওই বৈঠকে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা ইতিমধ্যেই মালবাজারে পৌঁছেও গিয়েছেন। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এই বিষয়ে শনিবার জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী যে কোনও সময় কাজের হিসাব চাইতে পারেন ভেবেই আগেভাগে সব তৈরি করে রাখা হচ্ছে। সব দফতরের কাজের খতিয়ান তৈরিও চলছে।’ প্রশাসনের একাংশের অনুমান, চা-বাগানের শ্রমিকদের আবাসন প্রকল্প ‘চা-সুন্দরী’র কাজ নিয়ে পৃথক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। চা-বাগানে জলপ্রকল্প নিয়েও ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আদিবাসী পড়ুয়াদের উচ্চ শিক্ষার নানা প্রকল্প নিয়েও আলাদা করে আলোচনা হতে পারে। জলপাইগুড়ি জেলার নদীভাঙন নিয়ে আগেই রিপোর্ট চেয়েছে রাজ্য। সেগুলিও তৈরি করছে প্রশাসন। সব ঠিক থাকলে দীর্ঘদিন পরে, সরকারি বৈঠকে মালবাজারে উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।