এই মুহূর্তে




রবিবার ভোর ৫টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প কোন পথে যান চলাচল?

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনে ফের বন্ধ শহরের ব্যস্ততম বিদ্যাসাগর সেতু। আবারও চলবে রক্ষণাবেক্ষণের কাজ। জানা যাচ্ছে, আগামী ১৬ নভেম্বর রবিবার, প্রায় ১৬ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু তথা দ্বিতীয় হুগলি সেতু। সেই সময়টায় কোনও যানবাহন চলাফেরা করতে পারবে না বিদ্যাসাগর সেতু দিয়ে। যেহেতু এই সেতুটি, অন্যতম ব্যস্ততম ব্যস্ততম একটি যাতায়াতের রাস্তা, তাই সপ্তাহের ছুটির দিনেই সেতুর কাজের সময় নির্ধারণ করা হয়। তাই আবারও আগামী রবিবার ১৬ ঘন্টা বন্ধ থাকবে এই সেতু। তবে এই প্রথম নয়, ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্যে এ বছর একাধিকবার বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। কিন্তু প্রশ্ন কাজ এখনও কেন শেষ হল না? যার জন্যে ছুটির দিন হলেও সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। ঘুরে ঘুরে গন্তব্যে যেতে হয়েছে।

তবে কোনদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, সেই প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার বলেছেন, রবিবার যে সব গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে হাওড়া সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়িও এই পথেই ঘুরবে। তবে পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে হবে। আর ডানকুনি থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলিকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে। অন্যদিকে হাওড়া থেকে কলকাতায় যেতে হলে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে কলকাতার দিকে যেতে হবে। সেক্ষেত্রে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হ্তে পারে। বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু মুলত হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। ১৯৬৯ সালে এই ব্রিজটি প্রতিষ্ঠিত হয়েছিল। 

গত ৯ নভেম্বর প্রায় ৯ ঘন্টা ব্রিজ বন্ধ ছিল। গত ৩১ অক্টোবরেও ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, সেদিন ব্রিজের স্টে ও হোল্ডিং ডাউন পাল্টানো হয়েছে। সেটি না করা হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া গত ১১ অক্টোবরও বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘন্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা এই সেতু বন্ধ রাখা হয়েছিল। সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলের চাপ অনেক বেশি থাকে। সেই তুলনায় রবিবার সেই চাপ অনেক কম থাকে। সেই জন্যই সেতু রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয়। এবারও অন্যথা হল না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালির আঁচড়টুকু নেই কারও পেটে, ৮৭১ জন গ্রামবাসীর SIR ফর্ম একাই পূরণ করলেন পঞ্চায়েত সদস্য

SIR আবহে সোমবার অভিষেকের মেগাবৈঠক! কী নিয়ে আলোচনা?

SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু ৮৩ বছরের বৃদ্ধার

সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি

বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ