এই মুহূর্তে




শ্রাবণী মেলায় ভিড় সামলাতে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল




নিজস্ব প্রতিনিধিঃ আষাঢ় মাস শেষপ্রায়, বাঙালি ক্যালেন্ডার অনুসারে চলতি মাসের ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস। শিব ভক্তদের ভিড় উপচে পড়বে ভোলামহেশ্বর ধামগুলিতে। আর বাংলার মহেশ্বর ধামগুলির মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর। যেখানে সারাবছরই ভক্তের ভিড় লেগেই থাকে। বিশেষ করে, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবভক্তদের জন্যে গুরুত্বপূর্ণ। অনেকেই সারারাত পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা করেন। মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে রাজ্যের কোণে কোণে থেকে শিবভক্তরা ভিড় জমায় তারকেশ্বর ধামে। বাঙালিদের অন্যতম পবিত্র স্থান এটি। যাই হোক, শ্রাবণ মাসের তারকেশ্বরে আর পাঁচটা মাসের থেকে একটু বেশিই ভিড় জমে। পাশাপাশি এ সময়ে শৈবতীর্থে অনুষ্ঠিত হবে একমাসের জন্যে শ্রাবণী মেলা। সেই কারণে ভক্তদের জন্যে আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। শ্রাবণের রবি, সোমবার-সহ বিশেষ দিনগুলিতে রাতেও হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেল। শাস্ত্রে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে এই মাসে ভগবান শিবকে সহজেই প্রসন্ন করা যায়। এমনটাও বিশ্বাস করা হয় যে, কেউ যদি মহাদেবের আশীর্বাদ পান তাহলে তার জীবনে কোনও কিছুর অভাব হবেনা।

বাংলা মতে পুরো শ্রাবণ মাস বাবার মাস হলেও হিন্দি পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রাবণ মাস। সেইমতো আগামী ২৫ আষাঢ় তথা ইংরেজি ১০ জুলাই বৃহস্পতিবার গুরুপূর্ণিমা দিন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা। মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে হয়ে গিয়েছে কয়েক দফা বৈঠক। এ সময়ে শুধু রাজ্য নয়। রাজ্যের বাইরে থেকেও বিপুল সংখ্যক ভক্ত আসে ভোলেবাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ১২ নম্বর রুটের রাস্তা টানা একমাস জলযাত্রীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায়। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিবছরই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করে থাকে পূর্ব রেল। এ বছরেও তার বিলম্ব হচ্ছে না। এবছর তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। জুলাই ও আগস্ট মাস জুড়ে চলা এই মেলায় তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় শেওড়াফুলিতেও। ভক্তরা গঙ্গার জল নিতে নামেন। আর তা সামাল দিতেই এবছর হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া ও শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলার সময় সবথেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে রবিবার ও সোমবার। ১০ জুলাই, ১৩ জুলাই, ১৪ জুলাই, ২০ জুলাই, ২১ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৩ আগস্ট, ৪ আগস্ট, ৯ আগস্ট, ১০ আগস্ট, ১১ আগস্ট, ১৫ আগস্ট, ১৬ আগস্ট, ১৭ আগস্ট, ১৮ আগস্ট এই স্পেশাল ট্রেন গুলো চলবে। স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত ১২:৩০ , ভোর ৪:১৫, দুপুর ১২: ৪০, দুপুর ১: ২০ মিনিটে ছাড়বে। তারকেশ্বর পৌঁছাবে যথাক্রমে রাত ২টো, ভোর ৫টা ৪৫, দুপুর ২টো ১০, দুপুর ২টো ৫০ মিনিটে। তারকেশ্বর থেকে থেকে চার স্পেশ্যাল ট্রেনের মধ্যে একটি ছেড়ে আসবে রাত ২: ৩০, সকাল ১০: ৫৫, ১১: ৩৫ ও রাত ৯ :১৭ মিনিটে।এছাড়াও শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬: ৫৫মিনিট, ০৯: ২০মিনিট, ১১: ০৫মিনিট ও বিকেল ৪: ১৫ মিনিটে এবং রাত ৭: ৩৫মিনিটে ছেড়ে যাবে। বিপরীত দিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫: ৫৫মিনিট, ০৮: ২০মিনিট, ১০: ০৫মিনিট ও দুপুর ২: ৪৬মিনিটে এবং সন্ধ্যা ৬: ৩৫মিনিটে ছাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্লাসে মন না দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকায় শিক্ষকের ‘থাপ্পড়’, জ্ঞান হারাল ছাত্র

চুঁচুড়াতে চলন্ত টোটোর মধ্যে অজ্ঞান করে অপহরণের চেষ্টা, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন গৃহবধূ

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ